নেপালকে হতাশায় ডুবিয়ে ফাইনালে ভারত
ফাইনালে যেতে হলে ভারতের জয়ের বিকল্প নেই। অপরদিকে নেপালের ড্র হলেই চলবে। ৩ ম্যাচ শেষে নেপালের ৭ ও ভারতের ৬। সমীকরণটা ভারতের জন্য কঠিনই। কিন্তু সেই সমীকরণটাকে ১-০ গোলে ম্যাচ জিতে সহজ করে নিল ভারত।
৯ পয়েন্ট নিয়ে অনূর্ধ্ব-১৯ মেয়েদের ফুটবলে ফাইনালে পৌঁছে গেছে ভারত। অপরদিকে অপেক্ষায় থাকতে হবে নেপালকে। যে অপেক্ষা ভারতের চেয়েও কঠিন। এমনকি শেষ না হতেও পারে। নেপালকে দিনের পরের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। যেখানে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ খেলতে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কার ভান্ডারে নেই কোনো পয়েন্ট। বলা যায় আসরের সব থেকে দুর্বল দল শ্রীলঙ্কা। একটি পরিসংখ্যানই শ্রীলঙ্কার দুর্বলতা বুঝাতে যথেষ্ট হতে পারে। ভুটানের কাছে শ্রীলঙ্কা হেরেছিল ৫-০ গোলে। আর সেই ভুটানকে বাংলাদেশ হারিয়েছিল ৬-০ গোলে। কাজেই বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। ড্র করলে দ্বিতীয় হবে। আর নেপালকে ফাইনালে যেতে হলে বাংলাদেশের হার কামনা করতে হবে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারত ছিল জয়ের জন্য মরিয়া। বিপরীতে নেপালের মনোভাব ছিল ড্র। জয়ের জন্য তাদের সেভাবে কখনো আক্রমণাত্বক হতে দেখা যায়নি। এর সুফলও তারা পেয়েছিল প্রথমার্ধে কোনো গোল হতে না দিয়ে। এমনকি ৬৬ মিনিট পর্যন্ত তারা ভারতকে আটকে রাখতে পেরেছিল। এর পরই গোল পেয়ে যায় ভারত। পিয়াঙ্কা বাঁ পায়ের প্লেসিং শটে গোল করে ভারতকে এগিয়ে নিয়ে যান। গোল হজম করার পর নেপাল গোল পরিশোধের জন্য আক্রমণে উঠে আসে। কিন্তু গোল সোনার হরিণ হয়েই থাকে।
এমপি/এসআইএইচ