রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

এক ম্যাচ পরেই চেনা রূপে বাংলাদেশ হকি দল!

এক ম্যাচ পরেই বাংলাদেশ হকি দল আবার ফিরে গেল নিজেদের চেনা রূপে। জাপানের কাছে হেরেছে ৫-০ গোলের বড় ব্যবধানে। চলতি আসরে বাংলাদেশের এটি ছিল টানা তৃতীয় হার।

প্রথম ম্যাচে ভারতের কাছে ৯-০ গোলে হারের পর কোরিয়ার বিপক্ষে তুমুল প্রতিরোধ গড়ে হেরেছিল ২-৩ গোলে। সেই ম্যাচের ২৪ ঘন্টা ব্যবধানে হারল জাপানের কাছে। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি আসরে জাপানের এটি ছিল প্রথম জয়। আগের দুই ম্যাচে তারা ভারতের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর পাকিস্তানের সঙ্গে গোল শুন্য ড্র করেছিল।

৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে জাপান তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে। আজ তাদের শেষ খেলা ভারতের বিপক্ষে। বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। আগামীকাল রবিবার যদি বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারে তাহলে শেষ দল হিসেবে পৌঁছে যাবে সেমিতে।

পাঁচ গোলে জয়ী হলেও জাপান প্রথম কোয়ার্টারে কোনো গোল পায়নি। ২১ মিনিটে তানাকা ফিল্ড গোল করে দলকে এগিয়ে নেন ১-০ গোলে। ২৪ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে দ্বিতীয় গোল করেন ফুজিশিমা। ৩৬ মিনিটে তাদের তৃতীয় গোল আসে পেনাল্টি স্ট্রোক থেকে। তা থেকে গোল করেন রাইওসেই। ৪২ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে রাইওসেই নিজের দ্বিতীয় গোল করে দলকে ৪-০ গোলে এগিয়ে নেন। ৫৭ মিনিটে সেরেন তানাকা নিজের দ্বিতীয় গোলের সঙ্গে দলের গোল সংখ্যা পাঁচে উন্নীত করেন।

এমপি/এসআইএইচ

Header Ad
Header Ad

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

ছবিঃ সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচিতে 'এ' ইউনিটের পরিক্ষা আগামী ৩ মে সকাল ১০টার পরিবর্তে ১৯ এপ্রিল বিকেল ৩ টায় এবং 'বি' ইউনিটের পরিক্ষা ৩ মে বিকেল ৩টার পরিবর্তে ২৫ এপ্রিল বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। তবে, 'সি' ইউনিটের পরীক্ষা আগের সময়ই অর্থাৎ ১৯ এপ্রিল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

রবিবার (০২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলীর সভাপতিত্বে ৮৫তম (জরুরি) একাডেমিক কাউন্সিল সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণের এ সিদ্ধান্ত এবং পরিবর্তিত ভর্তি পরীক্ষা সূচির তারিখ ঠিক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ০২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত (দিনরাত যে কোন সময়, এমন কি বন্ধের দিনেও) শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিভিন্ন গণমাধ্যম ও কুবি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, 'আমাদের পূর্ববর্তী তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়েরও পরীক্ষার তারিখ ছিলো। ফলে কেউ জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলে এখানে দিতে পারবে না আবার এখানে পরীক্ষা দিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিতে পারবে না। তাই আমরা একাডেমিক কাউন্সিল মিটিংয়ে তারিখ পরিবর্তন করেছি।'

Header Ad
Header Ad

বিখ্যাত লালনগীতি শিল্পী ফরিদা পারভিন আইসিইউতে

বিখ্যাত লালনগীতি শিল্পী ফরিদা পারভিন। ছবিঃ সংগৃহীত

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লালনগীতি শিল্পী ফরিদা পারভীন।

শনিবার (০১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজে ভর্তি করানোর পর এই শিল্পীকে আইসিইউতে রাখা হয় বলে জানিয়েছেন তার স্বামী যন্ত্রসংগীত শিল্পী গাজী আবদুল হাকিম।

তিনি বলেন, "ফরিদার শরীরটা একটু খারাপ হয়েছিল, আইসিইউতে আছে।

“সকালে শ্বাসকষ্ট উঠেছিল। এখন একটু ভালো আছে; চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন। ঠিক হয়ে যাবে, সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।"

ফরিদা পারভীনের অবস্থা ‘চিন্তার কিছু নয়’ বলে আশ্বস্ত করেছেন তার মেয়ে দিহান ফারিয়া। গ্লিটজকে তিনি বলেন, "আম্মার এটা রেগুলার টেস্ট, ওরা একটু বেশিই বাড়িয়ে বলে ফেলছে।

“আম্মার অনেকদিন ধরেই কিডনির সমস্যা, এটা রেগুলার টেস্টের মতই। অনেক দিন ধরেই তো কিডনি সমস্যায় ভারত ও থাইল্যান্ডে চিকিৎসা করানো হয়েছে। এটা খুব চিন্তার কিছু নয়।"

নজরুলসংগীত ও দেশাত্মবোধক গানে শুরুর পর লালনসংগীতে গিয়ে শ্রোতাদের কাছে বেশ পরিচিতি পান ফরিদা পারভীন।

সাধক মোকসেদ আলী শাহর কাছে ফরিদা পারভীন লালনসংগীতে তালিম নেন।

ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন তিনি।

বেশ কয়েকটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।

Header Ad
Header Ad

খাল খননের উদ্বোধনে লাল গালিচা! ব্যাখ্যা দিল সিটি করপোরেশন  

ছবিঃ সংগৃহীত

রাস্তার পাশের খালে একটি ভাসমান এক্সক্যাভেটরে লোহার শিট দিয়ে বানানো হয়েছে অস্থায়ী চলার পথ। ওই শিটের ওপর বিছানো হয়েছে লাল রঙের কার্পেট। সেখান থেকে কার্পেট উঠে এসেছে সড়কে।

অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা সড়ক থেকে ওই লালগালিচা বিছানো পথে হেঁটে এক্সক্যাভেটর দিয়ে উদ্বোধন হল ঢাকার খাল সংস্কার কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি ছড়িয়ে পরলে নেটিজেনদের সমালোচনা-আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয় লালগলিচা।

রোববার (০২ ফেব্রুয়ারি) ঢাকার মিরপুর-১৩ নম্বর সেকশনের রূপসী প্রো-অ্যাকটিভ সিটির কাছে বাউনিয়া খাল খনন উদ্বোধনকালে এমন দৃশ্য দেখা যায়।

খাল উদ্বোধনের জন্য লালগালিচা বিছানোর কারণ জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন গণমাধ্যমকে বলেন, “ডিএনসিসি বিষয়টির একটি ব্যাখ্যা দিচ্ছে।”

পরে সংবাদমাধ্যমে একটি প্রেস নোট পাঠায় ঢাকা উত্তর সিটি করপোরেশন।

জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনের স্বাক্ষরে পাঠানো প্রেস নোটে বলা হয়, রোববার মিরপুরে বাউনিয়া খালের প্রান্তে খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়া শেষে অতিথিরা ভাসমান এক্সক্যাভেটরে ওঠেন।

“ভাসমান এক্সক্যাভেটর কোনো স্থায়ী পন্টুনে নয়, একটি অস্থায়ী স্থানে রাখা হয়েছে। এক্সক্যাভেটরে ওঠার রাস্তাটি অনেক ঢালু ও কাদা-মাটির এবং এক্সক্যাভেটরের মেঝেটি পিচ্ছিল। এ কারণে অতিথিদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য এবং চলাচল এলাকা দৃষ্টিগ্রাহ্য করতে একটি লাল রঙের কার্পেটের মত ম্যাট ব্যবহার করা হয়েছে।”

সিটি করপোরেশন বলছে, “এটি কোনো আনুষ্ঠানিক লাল গালিচা নয়, বরং শুধুমাত্র নিরাপত্তার স্বার্থে রাখা একটি ব্যবস্থা। এখানে কোনো ধরনের অপব্যয় বা অতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্য নেই। যেহেতু ভাসমান এক্সক্যাভেটরে ওঠানামার ক্ষেত্রে নিরাপত্তা গুরুত্বপূর্ণ, তাই ডিএনসিসি কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।”

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উত্তর ও দক্ষিণ সিটির ছয়টি খালের সংস্কার কাজের উদ্বোধন করেন। পরে ওপরের সড়কে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন তারা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
বিখ্যাত লালনগীতি শিল্পী ফরিদা পারভিন আইসিইউতে
খাল খননের উদ্বোধনে লাল গালিচা! ব্যাখ্যা দিল সিটি করপোরেশন  
আবারও বাড়লো এলপি গ্যাসের দাম    
যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ বাবার প্রতিনিধিত্ব করবেন জাইমা  
তিতুমীরকে নয় রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত : শিক্ষা উপদেষ্টা  
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও ইনকিলাব মঞ্চের
চার দাবিতে প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান কুবি শিক্ষার্থীদের
ত্রয়োদশ সংসদ নির্বাচন : টাঙ্গাইলে ৮টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
যে কারণে বিসিবি নির্বাচকের দায়িত্ব ছেড়ে দিলেন হান্নান সরকার
নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের কোনো আস্থা ছিল না:নির্বাচন কমিশনার
একনেকে সাড়ে ১২ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
লাখ টাকা নিয়েও যাননি অনুষ্ঠানে, অপু বিশ্বাসের নামে প্রতারণার অভিযোগ
লাল গালিচায় খালে নেমে তিন উপদেষ্টার খননের উদ্বোধন
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা আটক
৯ জেলায় বিএনপির নতুন কমিটি ঘোষণা
সিরাজগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ায় যে ৫ খাবার
অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয়: উপদেষ্টা আসিফ
গোপনে বাংলাদেশে এসে টিউলিপের তথ্য নিয়ে গেছে ব্রিটিশ গোয়েন্দারা