ইংল্যান্ডকে ফলো অন করায়নি অস্ট্রেলিয়া
ইংল্যান্ডকে ফলোঅনে ফেলেও আবার ফলোঅন করায়নি স্বাগতিক অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন ইংল্যান্ডকে ২৩৬ রানে অলআউট করে ২৩৭ রানে এগিয়ে থাকে। কিন্তু সবাইকে করে দিয়ে নিজেরাই আবার ব্যাটিং করতে নেমে ১ উেইকেট হারিয়ে করেছে ৪৫ রান। ওয়ার্নার ১৩ রান করে ফিরে যান। হ্যারিস ২১ ও নেসার ২ রান নিয়ে আজ ব্যাট করতে নামবেন। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৭৩ রান করে ইনিংস ঘোষণা করেছিল।
চলতি টেস্টে নেতৃত্ব পাওয়া স্টিভেন স্মিথ তার পেসারদের বিশ্রাম দেয়ার জন্যই এ রকম সিদ্ধান্ত নেয়া। কারণ খেলার এখনো দুই দিন বাকি। এতে করে নিজেদের লিড যেমন অনেক বেড়ে যাবে, তেমনি তার পেসাররাও পূর্ন বিশ্রাম পেয়ে আবার ইংল্যান্ডের ব্যাটসম্যানদের উপর ঝাঁপিয়ে পড়তে পারবেন।
তৃতীয় দিনের খেলার উল্লেখযোগ্য দিক ছিল ৪ উইকেট নিয়ে গোলাপী বলের টেস্টে প্রথম বোলার হিসেবে মিশেল স্টার্কের ৫০ উইকেট নেয়া। ৬২ রানের ইনিংস খেলে ইংল্যান্ডের অধিনায়ক নিজ দেশের হয়ে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির মালিক বনে যান। তার হাফ সেঞ্চুরি ৩৭টি।৩৬টি হাফ ঞ্চুরি করে এতোদিন এই অর্জনের মালিক ছিলেন অ্যালিস্টার কুক। এদিকে ৫ রানে অপরাজিত থাকা ইংল্যান্ডের ব্যাটসম্যান জিমি এন্ডারসন ১০০ ইনিংসে অপরাজিত থাকার কীর্তি গড়েছেন।
ইংল্যান্ড তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বিপর্যস্ত অবস্থায় থেকে। ২ উইকেটে ১৭ রান নিয়ে খেলা শুরু করে। দ্বিতীয় দিন ১২ রানে হরিয়েছিল ২ উইকেট। দুই অপরাজিত ব্যাটসম্যান ডেবিড মালান ও অধিনায়ক জো রুট শক্ত হাতে হাল ধরে সেই অবস্থা কাটিয়ে উঠেন পুরোটাই। জুটিতে ১৩৮ রান তারা যোগ করেন। কিন্তু এই জুটি ভেঙ্গে যাওয়ার পর আবার ব্যর্থতার ঘোর অমানিশা ভর করে। যে করণে ২ উইকেটে ১৫০ রান থেকে ইনিংস শেষ হয় ২৩৭ রানে। ৮৭ রানে পড়ে শেষ ৮ উইকেট। দ্বিতীয় দিনই ২ উইকেট নেয়া মিশেল স্টার্ক আঘাত হানেন সেঞ্চুরির দিকে ধাবিত হতে থাকা মালানকে ৮০ রানে। এর আগে জো রুটকে ৬২ রানে আউট করেন আউট করে গ্রিনের বলে স্মিথের হাতে ধরা পড়েন। এই দুই বৗাটসম্যান ৭ রানের ব্যবধান বিদায় নেয়ার পর আর কেউ দাঁড়াতেই পারেননি। এ পর্যায়ে আঘাত হানেন প্রথম টেস্টের জয়ের নায়ক নাথান লিয়ন। তিনি তুলে নেন ৩ উইকেট। বেন স্টকসের ৩৪ ও ওয়াকসের ২৪ রান করেন। বাদ বাকি কেউ দুই অংকের রান করতে পারেননি। স্টার্ক ৩৭ রানে নেন ৪ উইকেট। লিয়ন ৩ উইকেট নিতে খরচ করেন ৫৮ রান। ক্যামেরুন গ্রিন ২৪ রানে নেন ২ উইকেট।