হকিতে ঢাকায় শুক্রবার ফের মুখোমুখি ভারত-পাকিস্তান
বাংলাদেশে যেমন হকি খেলার মান ও জনপ্রিয়তা কমেছে, তেমনি বিশ্ব দরবারে নিজেদের অবস্থান হারিয়েছে ভারত ও পাকিস্তান। একটা সময় এই দুই চির প্রতিদ্বন্দ্বির মুখোমুখি হওয়া ছিল মাঠের বাইরেও উত্তেজনার পারদ ছড়ানো। এখন আর সেই উত্তেজনা নেই। আবার দুই দলের শক্তির মান কমলেও সেখানে বেশি নিম্মগামী পাকিস্তান। বতর্মানে দুই দলের লড়াই মানেই যেন ভারতের জয়। পরিসংখ্যান তা-ই বলে। শেষ ১১ বারের মোকাবেলাতে ভারতের জয় ১০টি। পাকিস্তান জয় পায়নি অপর ম্যাচে। ড্র করেছিল ২-২ গোলে।
ম্যাচটি ছিল গোলকোস্ট কমনওয়েলথ গেমসে। শুক্রবার (১৭ ডিসেম্বর) দুই দল আবার মুখোমুখি বাংলাদেশের মাটিতে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির আসরে। মাওলানা ভাসানী স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল সাড়ে তিনটায়। পরের ম্যাচ মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও জাপান।
ঢাকার মাঠে দুই দল আবার মুখোমুখি হচ্ছে ৪ বছর পর। এশিয়া কাপ হকির সেই আসরে ভারত জিতেছিল ৩-১ গোলে। ভারত-পাকিস্তানের আগামীকালের ম্যাচও ফেভারিট ভারত। সবর্শেষ অলিম্পিকে ভারত জিতেছে ব্রোঞ্জ পদক। পাকিস্তান সেখানে খেলার যোগ্যতাই অজন করতে পারেনি। এবারের আসরে ভারত প্রথম ম্যাচে কোরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করলেও পরের ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে উড়িয়ে দেয় ৯-০ গোলে। পাকিস্তান জাপানের সঙ্গে মাঠে নেমে গোলশুন্য ড্র করেছিল। আগামীকাল তাদের দ্বিতীয় ম্যাচ।
ভারত যতই এগিয়ে থাকুক, পাকিস্তানকে মোটেই হালকা করে দেখছেন না অধিনায়ক মানপ্রিত সিংহ। তিনি বলেন, এখানে কোন প্রতিপক্ষকে ছোট করে দেখার সুযোগ নেই। সকল দলই এখানে এসেছে তাদের সেরাটাই দিতে। পাকিস্তান দল ক্যাম্পে অনেক ভালো প্রস্তুতি নিয়েছে। আমাদের জন্য সহজ কোনো কিছু অপেক্ষা করছে না। আমরাও আমাদের সেরাটা দিতে চাই এখানে। আমরা আমাদের কাজটা ঠিকঠাক করতে পারি তাহলে আমরা ম্যাচটা জিতবো। আপনারা জানেন যে হকি খুবই দ্রুত গতির খেলা। যে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারবে, সেই দলই এগিয়ে যাবে।
পাকিস্তানের অধিননায়ক ক্যাপ্টেন ওমর ভুট্টা এই ম্যাচটাকে আলাদা করে দেখছেন না। অন্য ১০টা ম্যাচের মতোই একটা ম্যাচ মনে করছেন। তিনি বলেন, ‘এটা আর অন্য ম্যাচের মতই। যখন আমরা কোনও ম্যাচ খেলি সেখানে প্রতিপক্ষ থাকে আর তাদের বিপক্ষে খেলতে হয়, এখানেও তাই। যেহেতু আমরা দুইবার অলিম্পিক কোয়ালিফাই করতে পারি নি, আমাদের কিছুটা গ্যাপ রয়ে গেছে। তারা সম্প্রতি অলিম্পিক খেলেছে। সেখানে তারা ব্রোঞ্জ জয় করেছে। তারা একটা ভালো দল। আমরা আমাদের সেরাটাই তাদের বিপক্ষে দেবার চেষ্টা করব।’
এমপি/এএস