বাংলাদেশের জালে ভারতের ৯ গোল
টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী ভারত। করোনাভাইরাসের সময়ও থেমে থাকেনি তাদের খেলা। বিপরীতে করোনা মহামারির আগে থেকেই খেলার মাঝে নেই বাংলাদেশ। তাই হারটা ছিল অবধারিত। সেই হারটা দলপতি আশরাফুল ইসলাম রানা ভেবেছিলেন ২-১ কিংবা ৩-১ ব্যবধানে। কিন্তু রানা ও তার দলকে হজম করতে হলো গুনে গুনে ৯ গোল।
ভারতের ৯ গোলের মধ্যে তিনটি গোল করেন দিলপ্রিত সিং। তার তিনটি গোলই ছিল ফিল্ড গোল। দুই গোল করেন জারমানপ্রিত সিং। একটি করে গোল করেন ললিত কুমার, আকাশদ্বীপ সিং হারমানপ্রিত সিং ও মানদ্বীপ মোর।
মওলানা ভাসানী জাতয়ি হকি স্টেডিয়ামে ৬০ মিনিটেরে ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে হার মানলেও ভারতকে আটকে রেখেছিল ১১ মিনিট পযন্ত। তবে এই ব্যবধান আরো বড় হয়নি, সেটিই ছিল বাংলাদেশের জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। কারণ চার কোয়ার্টারের প্রথম কোয়ার্টারে হয় এক গোল। ফিল্ড গোল থেকে দলকে প্রথম গোলের স্বাদ এনে দেন ভারতের দিলপ্রিত সিং। অবশ্য এর আগে আটটি পেনাল্টি কর্নার পেয়েও গোল করতে পারেনি ভারত।
তবে পরবর্তীতে টেকনিক বদল করে ভারত। এতে ফায়দাও পায় তারা। ২২ মিনিটে আবারও ফিল্ড গোল করেন দিলপ্রিত। ২৯ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করেন ললিত কুমার। ৩১ ও ৪৩ মিনিটে জারমানপ্রিত সিং দুই গোল করে ভারতকে ৫-০ গোলে এগিয়ে নেন। পরের মিনিটেই ফিল্ড গোলে করে হ্যাটট্রিক করেন দিলপ্রিত সিং। ৫৪ মিনিটে আকাশদ্বীপ সিং ফিল্ড গোল করলে ভারত ৭-০ গোলে এগিয়ে যায়। পরের মিনিটে আবারো পেনাল্টি কর্নার থেকে গোল। এবার গোল করেন মানদ্বীপ মোর। খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে ভারতের হয়ে শেষ গোলটি করেন হারমানপ্রিত সিং।
বাংলাদেশ তাদের পরের ম্যাচ খেলবে ১৭ ডিসেম্বর। কোরিয়ার বিপক্ষে। একই দিনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত।
এমপি/এসআইএইচ/