বাংলাদেশ সফরে আফগানিস্তানের ৩ ওয়ানডে ২ টি-টোয়েন্টি
২০২২ সালে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ ক্রিকেট দল। থাকবে টানা খেলার মাঝে। দ্বি-পাক্ষিক সিরিজ ছাড়াও রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ। বাংলাদেশের সেই ব্যস্ততা শুরু হবে ফেব্রুয়ারি থেকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে। এ সিরিজের আগে চলবে বিপিএল। বিপিএল শেষ হবে ২০ ফেব্রুয়ারি। এরপরই শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ।
সিরিজে তিনটি ওয়ানডে আর দুইটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে খেলার সূচি এখনো চূড়ান্ত হয়নি। আফগানিস্তান সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ২০১৯ সালে। সেই সফরে তারা একটি টেস্ট ও জিম্বাবুয়ের অংশগ্রহণে তিন জাতির টি-টোয়েন্টি আসরে অংশ নিয়েছিল। জিম্বাবুয়ের বিপক্ষে দুইটি ম্যাচ জিতলেও আফগানিস্তানের কাছে এক ম্যাচ হেরে একটিতে জিতেছিল।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আবার মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এ বছর জুলাই মাসে জিম্বাবুয়ে সফরে। এরপর বাংলাদেশও কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি। তামিম ইকবালেরও খেলা হয়নি কোনো ওয়ানডে ম্যাচ। এ সময় বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ খেললেও তামিম ইকবাল ইনজুরির কারণে খেলেননি কোনো ফরম্যাটেই।
ওয়ানডে সিরিজের খেলাগুলো হবে আইসিসি ওয়ানডে সুপার লিগের। এ আসরে বাংলাদেশের অবস্থান বেশ ভালো। ১২ ম্যাচে ৮ জয়ে ৮০ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের দুইয়ে। বাংলাদেশের ওপরে আছে ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড।
এমপি/এসএন