এমবাপেতে পরিত্রাণ পিএসজির
ফ্রেঞ্চ লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও গত দুই ম্যাচে টানা ড্র করে অস্বস্তিতে ছিল মেসি-নেইমার-এমবাপেদের পিএসজি। রোববার (১২ ডিসেম্বর) রাতে প্রতিপক্ষ ছিল মোনাকো। তবে ড্র করার তালিকা আর দীর্ঘায়িত হতে দেয়নি পিএসজি। আরও পরিষ্কার করে বললে, কিলিয়ান এমবাপে। তার জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
লিগে পরপর দুই ম্যাচ ড্র করে চার পয়েন্ট খুইয়ে ফেলেছিল প্যারিস সেইন্ট জার্মেই। তাদের জয়হীন যাত্রাটা বেশি দীর্ঘায়িত হতে দেননি ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে। তার জোড়া গোলের সুবাদে মোনাকোকে ২-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। ম্যাচে দুই গোল করে পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগে শততম গোল করার মাইলফলক স্পর্শ করলেন এমবাপে। ১৮ ম্যাচে চৌদ্দতম জয় নিয়ে ৪৫ পয়েন্ট পেয়ে নিজেদের উপরের অবস্থানকে আরও পোক্ত করেছে পিএসজি। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে আটে মোনাকো।
মাত্র চারদিন আগে চ্যাম্পিয়ন্স লিগে এমবাপে-মেসির জোড়া গোলে ৪-১ গোলে ক্লাব ব্রুজকে হারিয়েছিল পিএসজি। এই ম্যাচেও ছিল এমবাপে-মেসি রসায়ন। এমবাপের এক গোলে ছিল মেসির সহযোগিতা। তারপরও পচেত্তিনোর দলের দুই গোলের জয়টা কিন্তু সহজে আসেনি পিএসজির। গতবার দুইবার দেখা হয়েছিল। দুইবারই হেরেছিল। এবারও ভালোই প্রতিরোধ গড়ে তুলেছিল মোনাকো।
প্রথম আক্রমণও তৈরি করেছিল মোনাকো। তা থেকে গোল প্রায় পেতেই যাচ্ছিল তারা। সুফিয়ান দিয়ুপের শট পোস্টে লাগে। খেলার ১২ মিনিটেই গোলের দেখা পায় পিএসজি। গোলটি আসে পেনাল্টি থেকে। ডি মারিয়াকে ডি বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় পিএসজি। সেখান থেকে গোল করেন এমবাপে।
পিএসজি দ্বিতীয় গোলের দেখা পায় বিরতির আগে মেসি-এমবাপের যুগলবন্দিতে। মেসি বল পেয়েছিলেন মাঝ মাঠ বরাবর। সেই বলকে তিনি বাঁদিকে ফাঁকায় দাঁড়ানো এমবাপেকে দেন। ডান পায়ের শটে নিশানাভেদ করেন এমবাপে। এটি ছিল ফ্রেঞ্চ লিগে এমবাপের শততম গোল। যা তিনি অর্জন করলেন সবচেয়ে কম ২৩ বছর বয়সে। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি।
এমপি/এসএ/