মাদ্রিদ ডার্বি রিয়ালের
ছবি : সংগৃহীত
স্প্যানিশ লিগ মানেই বার্সেলোনা, নয়তো রিয়াল মাদ্রিদের শিরোপা। মাঝে মাঝে সেখানে নাম লেখায় আ্যটলেটিকো মাদ্রিদ। চলতি আসরে মেসি চলে যাওয়ার পর বার্সেলোনা আগের সেই অবস্থান ধরে রাখতে পারেনি। শিরোপা লড়াইয়ে নেই তারা। সেখানে রিয়ালকে চ্যালেঞ্জ জানানোর সম্ভাবনা ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের। কিন্তু তারাও পারেনি। মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো হার মেনেছে ২-০ গোলে।
সান্টিয়াগো বার্নাবোতে দুই অর্ধে গোল দুটি করেন করিম বেনজেমা ও মার্কো অ্যাসেনসিও। এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে অপর দলগুলোর পয়েন্টের ব্যবধান আরও বেড়ে গেল। ১৭ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪২। ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া। অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ১৬ ম্যাচে ২৯। পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের অবস্থান চারে।
রোববার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে রিয়ালের পক্ষে করিম বেনজামা ও মার্কো অ্যাসেনসিও গোল করলেও এর উৎস তৈরি করে দিয়েছেন গোটা মৌসুমে দারুণ খেলতে থাকা ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র। নৈপুণ্যের ঢালি তিনি মেলে ধরেছিলেন মাদ্রিদ ডার্বিতেও।
দিয়াগো সিমিওনির দলের বিপক্ষে শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। নিজেদের ঘরের মাঠে কালো
আনচেলিত্তর দল প্রথম গোলের দেখা পায় ১৬ মিনিটে। মার্কো অ্যাসেনসিওর কাছ থেকে বল পেয়ে যান করিম বেনজামা। তিনি ভিনিসিয়াস জুনিয়রের কাছে বল দিয়ে জায়গা করে নেন। ভিনিসিয়াস আবার সেই বল ডি বক্সে বাড়িয়ে দেন করিম বেনজামার উদ্দেশ্যে। দুর্দান্ত এক হাফ ভলিতে বল জালে প্রবেশ করান বেনজামা। ৩৫ মিনিটে গোল পরিশোধের সুযোগ পেয়েছিল অ্যাটলেটিকো। কিন্তু রিয়ালের গোলরক্ষক কোর্তোয়ার কারণে আর সম্ভব হয়নি। ডি বক্সের বাইরে থেকে গ্রিজম্যানের নেওয়া ফ্রি কিক গোলে প্রবেশর মুখে ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন কোর্তোয়া।
বিরতির পর খেলার ৫৬ মিনিটে আসে দ্বিতীয় গোল। টনি ক্রুসের কাছ থেকে বল পেয়ে যান ভিনিসিয়াস জুনিয়র। তিনি বল ঠেলে দেন অনেকটা ফাঁকায় থাকা মার্কো অ্যাসেনসিওর দিকে। এমন সহজ সুযোগ কাজে লাগাতে তেমন কোনো কষ্টই করতে হয়নি অ্যাসেনসিওকে।
এমপি/টিটি