শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মাদ্রিদ ডার্বি রিয়ালের

ছবি : সংগৃহীত

স্প্যানিশ লিগ মানেই বার্সেলোনা, নয়তো রিয়াল মাদ্রিদের শিরোপা। মাঝে মাঝে সেখানে নাম লেখায় আ্যটলেটিকো মাদ্রিদ। চলতি আসরে মেসি চলে যাওয়ার পর বার্সেলোনা আগের সেই অবস্থান ধরে রাখতে পারেনি। শিরোপা লড়াইয়ে নেই তারা। সেখানে রিয়ালকে চ্যালেঞ্জ জানানোর সম্ভাবনা ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের। কিন্তু তারাও পারেনি। মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো হার মেনেছে ২-০ গোলে।

সান্টিয়াগো বার্নাবোতে দুই অর্ধে গোল দুটি করেন করিম বেনজেমা ও মার্কো অ্যাসেনসিও। এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে অপর দলগুলোর পয়েন্টের ব্যবধান আরও বেড়ে গেল। ১৭ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪২। ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া। অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ১৬ ম্যাচে ২৯। পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের অবস্থান চারে।

রোববার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে রিয়ালের পক্ষে করিম বেনজামা ও মার্কো অ্যাসেনসিও গোল করলেও এর উৎস তৈরি করে দিয়েছেন গোটা মৌসুমে দারুণ খেলতে থাকা ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র। নৈপুণ্যের ঢালি তিনি মেলে ধরেছিলেন মাদ্রিদ ডার্বিতেও।
দিয়াগো সিমিওনির দলের বিপক্ষে শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। নিজেদের ঘরের মাঠে কালো
আনচেলিত্তর দল প্রথম গোলের দেখা পায় ১৬ মিনিটে। মার্কো অ্যাসেনসিওর কাছ থেকে বল পেয়ে যান করিম বেনজামা। তিনি ভিনিসিয়াস জুনিয়রের কাছে বল দিয়ে জায়গা করে নেন। ভিনিসিয়াস আবার সেই বল ডি বক্সে বাড়িয়ে দেন করিম বেনজামার উদ্দেশ্যে। দুর্দান্ত এক হাফ ভলিতে বল জালে প্রবেশ করান বেনজামা। ৩৫ মিনিটে গোল পরিশোধের সুযোগ পেয়েছিল অ্যাটলেটিকো। কিন্তু রিয়ালের গোলরক্ষক কোর্তোয়ার কারণে আর সম্ভব হয়নি। ডি বক্সের বাইরে থেকে গ্রিজম্যানের নেওয়া ফ্রি কিক গোলে প্রবেশর মুখে ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন কোর্তোয়া।

বিরতির পর খেলার ৫৬ মিনিটে আসে দ্বিতীয় গোল। টনি ক্রুসের কাছ থেকে বল পেয়ে যান ভিনিসিয়াস জুনিয়র। তিনি বল ঠেলে দেন অনেকটা ফাঁকায় থাকা মার্কো অ্যাসেনসিওর দিকে। এমন সহজ সুযোগ কাজে লাগাতে তেমন কোনো কষ্টই করতে হয়নি অ্যাসেনসিওকে।

এমপি/টিটি

Header Ad
Header Ad

ঈদ পর্যন্ত মাকে নিজের কাছে রাখতে চান তারেক রহমান  

ছবিঃ সংগৃহীত

লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মূল চিকিৎসা শেষ। এখন তিনি ছেলে তারেক রহমানের বাসায় থেকে অন্যান্য চিকিৎসা নিচ্ছেন। শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন। দেশে ফেরা নির্ভর করছে তাঁর সিদ্ধান্তের ওপর। ফেরার আগে দ্য লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চূড়ান্ত চেকআপ করানো হবে।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য লন্ডন থেকে শুক্রবার রাতে সমকালকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‌‘ম্যাডামের মূল চিকিৎসা শেষ বলা যায়। এখন ফলোআপ করতে হবে। ছেলে, দুই পুত্রবধূ ও তিন নাতনির সঙ্গে আনন্দে সময় পার করায় মানসিক অবস্থা বেশ ভালো। তিনিও শিগগির দেশে ফিরতে চান। তবে তারেক রহমান চাচ্ছেন, ঈদুল ফিতর পর্যন্ত মাকে কাছে রাখতে। ফলে ম্যাডাম ঠিক কবে দেশে ফিরবেন, এটি তাঁর সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।’

খালেদা জিয়া চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি যুক্তরাজ্যে যান। লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন তাঁর চিকিৎসা চলে। এর পর ২৪ জানুয়ারি রাতে ছেলে তারেক রহমানের বাসায় ফেরেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া।

সম্প্রতি লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনায় লিভার প্রতিস্থাপন করা সম্ভব হয়নি। কিডনিতে কিছুটা সমস্যা থাকলেও উদ্বেগের কিছু নেই।

জানা যায়, খালেদা জিয়া না ফিরলেও সপ্তাখানেকের মধ্যে কয়েকজন সফরসঙ্গী চিকিৎসক দেশে ফিরবেন। এর পর তারা জুমে মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত থাকবেন। বাকি সদস্যরা শেষ পর্যন্ত থেকে যাবেন লন্ডনে।

দু’দিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন লন্ডনে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া দেশে ফেরার জন্য অত্যন্ত উদগ্রীব। তিনি বলেছেন, ‘চলো আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই। দেশই আমাদের জন্য ভালো’। জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন স্বৈরাচারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারারুদ্ধ ছিলেন। তাঁর বেশ কিছু পরীক্ষা লন্ডন ক্লিনিক করেছে, যা আমরা করতে পারিনি। সেগুলোর রিপোর্ট এখনও হাতে আসেনি। সেসব পাওয়ার পরপরই সিদ্ধান্ত হবে সাবেক প্রধানমন্ত্রী কত দ্রুত বাংলাদেশে ফিরবেন?

তিনি জানান, খালেদা জিয়া সার্বক্ষণিক অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে আছেন। মেডিকেল বোর্ডের সদস্যরা বাসায় নিয়মিত ফলোআপ করছেন। যুক্তরাজ্যের নিয়ম মেনে বাসায় তাঁর চিকিৎসা চলছে।

Header Ad
Header Ad

টাঙ্গাইলের কালিহাতীতে

মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল এক তরুনীর দুলাভাই হাসপাতালে  

ছবিঃ ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের কালিহাতীতে চলন্ত মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে পড়ে তাসলিমা খাতুন (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুলাভাই আবুল কালাম আজাদ (৩০) আহত হয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার আনালিয়া বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাসলিমা বগুড়া জেলার বিসনোপুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকার একটি বেসরকারি মেডিকেলে চাকরি করতেন, আর তার দুলাভাই ঢাকার একটি ঔষুধের দোকানে কর্মরত ছিলেন।

স্থানীয়রা যায়, ঢাকা থেকে মোটরসাইকেলে করে বগুড়ায় ফিরছিলেন তাসলিমা ও তার দুলাভাই আবুল কালাম আজাদ। পথিমধ্যে আনালিয়া বাড়ী এলাকায় চলন্ত মোটরসাইকেলের চাকার সঙ্গে তাসলিমার ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Header Ad
Header Ad

বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা নেই, জানালো বিসিবি  

ক্রিকেটার এনামুল হক বিজয়। ছবিঃ সংগৃহীত

স্পষ্ট ফিক্সিংয়ের সঙ্গে জড়িল সন্দেহে ক্রিকেটার এনামুল হক বিজয়কে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এমন একটি প্রতিবেদন বের হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ক্রিকেটার বিজয়ের ওপর বিদেশ ভ্রমণসহ কোন ধরনের নিষেধাজ্ঞা নেই।

বিসিবি বিজ্ঞপ্তিতে বলেছে, সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে যে, ক্রিকেটার বিজয়ের ওপর এন্টি করাপশন ইউনিট (আকসু) বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা অরোপ করেছে। বিসিবি এনামুলের ওপর নিষেধাজ্ঞা আরোপের মতো কিছুর বিষয়ে এখনো অবগত নয়।

তবে বিপিএলে স্পট ফিক্সিং নিয়ে সংবাদ মাধ্যমে অনেক অভিযোগ এসেছে। আইসিসির নিয়ম অনুসরণ করে বিসিবি ও আকসু এ বিষয়ে তদন্ত করছে বলে জানিয়েছে। তবে যাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে তা সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে হচ্ছে বলেও জানিয়েছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিসিবি বদ্ধ পরিকর, সততা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেবে বোর্ড।

স্পষ্ট ফিক্সিংয়ে সম্পৃক্ত নন অথচ তার নাম প্রকাশ করে মর্যাদাহানি করা হচ্ছে এমন দাবি করে অন্তত ২ জন ক্রিকেটার কোয়াবের কাছে সহযোগিতা চেয়েছেন। বিষয়টি উল্লেখ করে সমকালকে কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। কয়েকজন ক্রিকেটার যোগাযোগ করে বলেছেন তাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। কেউ এসবে জড়িত না থাকা সত্ত্বেও তাদের নাম বাইরে আসলে সেটি দুঃখজনক। এ ধরনের খবর ওই ক্রিকেটারের ক্যারিয়ার এবং মর্যাদার জন্যও ক্ষতিকর।’

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঈদ পর্যন্ত মাকে নিজের কাছে রাখতে চান তারেক রহমান  
মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল এক তরুনীর দুলাভাই হাসপাতালে  
বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা নেই, জানালো বিসিবি  
ইজতেমায় গেলেন হাসনাত আবদুল্লাহ, কুশল বিনিময় করলেন মামুনুল হক সাথে  
ট্রাম্পের প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ফখরুল-খসরু  
সাবিনা ইয়াসমীন আইসিইউতে    
ডাস্টবিনে শেখ হাসিনার ‘ঘৃণা স্তম্ভে’র ছবি, ময়লা ফেললেন প্রেসসচিব  
দেশের পুনর্গঠনে একমাত্র বিএনপি সক্ষম: তারেক রহমান  
কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ সরকারের
যমুনার দুর্গম চরে সুবিধাবঞ্চিতদের ফ্রী স্বাস্থ্যসেবা দিচ্ছে হিউম্যান কনসার্ন
প্লে-অফে খুলনা টাইগার্স কপাল পুড়ল রাজশাহীর
অমর একুশে বইমেলার পর্দা উঠল  
সরকারকে উদ্দেশ্য করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বললেন ‘রাষ্ট্র চলছে না’
ফরিদপুরে মন্দিরে সরস্বতীপ্রতিমা ভাঙার অভিযোগে গ্রেপ্তার যুবক
সেন্টমার্টিন দ্বীপকে বাঁচাতে ভ্রমণ বন্ধ রাখা হয়েছে: পরিবেশ উপদেষ্টা
যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যু, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া
লাইভ শোতে নারী ভক্তকে জাপটে ধরে চুমু, বিতর্কে ভারতীয় গায়ক
১২ জন নিয়ে খেলেছে ভারত, ম্যাচ রেফারির ব্যাখ্যা চান বাটলার
বিশ্ববিদ্যালয়ের দাবিতে চতুর্থদিনের অনশন, বিকালে তিতুমীর শিক্ষার্থীদের অবরোধের হুমকি
আলাউদ্দিন নাসিমের গুলশানের বাড়ি গোপন, দুদকের তদন্ত শুরু