বিশ্বের শীর্ষ বোলার হতে চাই: তাসকিন
ক্রিকেটার তাসকিন আহমেদ
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা রওয়ানা হওয়ার আগে বাংলাদেশের ক্রিকেটারদের ছুটি দেওয়া হয়েছে। কিন্তু কয়েকজন ক্রিকেটার এর মধ্যেও অনুশীলন করে গেছেন। তাদের একজন হলেন পেসার তাসকিন আহমেদ। তিনি মনে করেন নিজেদের সেরাটা দিতে পারলে নিউজিল্যান্ডের মতো দক্ষিণ আফ্রিকাকেও হারানো সম্ভব।
তিনি বলেন, ‘চ্যালেঞ্জিং তো হবেই। নিউজিল্যান্ড সফরও চ্যালেঞ্জিং ছিল। মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মিরাজ ও আফিফ যেভাবে ম্যাচ জেতাল। কঠিন ম্যাচগুলো জিতলে আত্মবিশ্বাস বেড়ে যায়। আমাদের সেরা ক্রিকেট খেলতে পারলে দক্ষিণ আফ্রিকায়ও জেতা সম্ভব। আমি নিজের সেরাটা দিতে চাই। খুব ইচ্ছা, ম্যাচ জেতানোতে যেন আমার ভূমিকা থাকে বা আমি একটা ম্যাচ জেতাতে পারি, ভালো কিছু করতে পারি- এটাই লক্ষ্য।’
নিজের সেরাটা ঢেলে দিতে নিজেকে নিখুঁতভাবে ২২ গজে প্রদশর্ন করতে চান। তিনি বলেন, ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার উইকেট মূলত স্পোর্টিং। ওসব জায়গায় বোলার-ব্যাটার দুইজনেরই ভালো করার সুযোগ থাকে। ওখানে চ্যালেঞ্জ আরও বেশি। ইভেন বাউন্স থাকে, সুন্দরভাবে ক্যারি করে, ঠিক লাইন-লেন্থে বল না করলে আবার রান লিক হওয়ার সম্ভাবনা থাকে। সুবিধা আছে, তবে একই সঙ্গে আরও বেশি নিখুঁত হতে হবে।’
২০১৫ সালের বিশ্বকাপে তাসকিন নজর কেড়েছিলেন। কিন্তু ইনজুরি তারে চলার পথে কাঁটা বিছিয়ে দিয়েছিল। বাদ পড়েছিলেন জাতীয় দল থেকে। কিন্তু কঠোর পরিশ্রম করে নিজেকে আবার ফিরিয়ে এনেছেন আগের চেয়েও বেশি শক্তিশালী করে। এখন তিন ফরম্যাটেই তিনি দলে ডাক পান। তিনি বলেন, ‘আল্লাহর রহমতে গত ১-২ বছর ধরে পেস বোলিং ডিপার্টমেন্ট ধারাবাহিকভাবে উন্নতি করছে। আশা করছি এই ধারাবাহিকতা ধরে রেখে সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপে যেন ভূমিকা রাখতে পারি এটাই আমাদের লক্ষ্য। সিরিজ বাই সিরিজ নিজেদের ভুল শুধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।’
দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তাসকিন সান্নিধ্য পাবেন সাবেক প্রোটিয়া পেস বোলার অ্যালেন ডোনাল্ডের। ডোনাল্ড সেখান থেকেই তার বাংলাদেশের মিশন শুরু করবেন। ডোনাল্ডের সান্নিধ্য পেতে মুখিয়ে আছেন তাসকিন। তিনি বলেন, ‘উনার মত একজন লিজেন্ডারি কোচের অধীনে ট্রেনিং করব, আমরা রোমাঞ্চিত। দেশি কোচ বলুন আর বিদেশি কোচ বলুন, সবার থিওরি আসলে প্রায় একই। একেকজনের অভিজ্ঞতা হয়ত আলাদা। উনার মত একজন কোচ পাব, এ নিয়ে আমরাও রোমাঞ্চিত। উনার থেকে যতটুকু বেশি নেওয়া যায় এটাই লক্ষ্য থাকবে।
তাসকিন নিজেকে একজন বিশ্বমানের সেরা বোলার হিসেবে প্রতিষ্ঠা করতে চান। তিনি বলেন, ‘সবসময় একই প্রক্রিয়ায় মনোযোগ রাখি। ভালো খেলি বা খারাপ খেলি, নিজের প্রসেস সবসময় ধরে রাখছি। স্বপ্ন অনেক বড়। বিশ্বের শীর্ষ বোলার হতে চাই। নিজের ফিটনেস ও বোলিংয়ের যাতে উন্নতি হয় সেদিকে মনোযোগ রাখছি।’
এমপি/আরএ/