নারী ওয়ানডে বিশ্বকাপ
দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা খেল ভারত
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিল ভারতের মেয়েরা। জিতেছিল ১০৭ রানের বিশাল ব্যবধানে। তবে দ্বিতীয় ম্যাচেই খেল বড় ধাক্কা। নিউজিল্যান্ডের কাছে ৬২ রানের বড় ব্যবধানে হেরেছে মিথালি রাজের দল।
হ্যামিল্টনে দিবারাত্রির ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিং দেওয়ার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মিথালি রাজ। তবে তার এ সিদ্ধান্ত কাল হয়ে দাড়ায়। কারণ নিউজিল্যান্ডের ২৬০ রানের চ্যালেঞ্জিং স্কোর টপকাতে গিয়ে ২০ বল বাকি থাকতে ১৯৮ রানেই গুটিয়ে যায় তার দল। ফলে বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ভারতের মেয়েদের।
নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান করেন অ্যামি সাথারওয়েটের। ৯ বাউন্ডারিতে ৭৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন। এছাড়া এমেলিয়া কের ৫০, ক্যাটে মারটিন ৪১ আর অধিনায়ক সোফি ডিভাইন করেন ৩৫ রান। অপরদিকে ভারতের পক্ষে ৬৩ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস খেলেন হারমানপ্রিত কাউর। আর কেউ দলকে জেতানোর মতো রান করতে পারেনি।
ভারতীয় বোলারদের মধ্যে পূজা ভাসত্রাকার ১০ ওভারে ৩৪ রানে নেন ৪টি উইকেট। ২ উইকেট নেন রাজেশ্বরী গাঁইকদ।
এসআইএইচ