হ্যাকারদের কাছ থেকে ইউটিউব চ্যানেল ফিরে পেলেন আজহারী
জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর হ্যাকড হওয়া ইউটিউব চ্যানেলের নিয়ন্ত্রণ হ্যাকারদের থেকে পুনরুদ্ধার করা হয়েছে। হ্যাকড হওয়ার ২১ দিন পর চ্যানেলটির নিয়ন্ত্রণ ফিরে পেল আজহারীর টিম।
মঙ্গলবার (২৯ অক্টোবর) মিজানুর রহমান আজহারীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, আলহামদুলিল্লাহ, গত ৮ অক্টোবরে হ্যাক হয়ে যাওয়া আমাদের ইউটিউব চ্যানেলটি উদ্ধার করা হয়েছে। চ্যানেলটি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। রিকোভারি প্রক্রিয়ায় যারা সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। দ্বীন প্রচারের কাজে চ্যানেলটির পথচলা মসৃণ হোক।
প্রসঙ্গত, গত ৮ অক্টোবর রাত ২টার দিকে নিজেদের ইউটিউব চ্যানেলটির নিয়ন্ত্রণ হারায় আজহারির টিম। তাতে দেখা গিয়েছিল হ্যাকাররা নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমে ক্রিপ্টোকারেন্সির মুদ্রা নিয়ে লাইভ করে। সেই লাইভের টাইটেল দেয়া হয় ‘ব্র্যাড গার্লিংহাউস: রিপল বুল রান কনফার্মড! এক্সআরপি প্রাইস প্রিডেকশন’।
উল্লেখ্য, ২০২০ সালের ১৯ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ইউটিউব চ্যানেল খোলার কথা জানান আজহারী। ওই পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ.. অবশেষে ‘Mizanur Rahman Azhari’ নামে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হলো। আমার ফেইসবুক পেইজের নামের সাথে হুবহু মিল রেখেই, ইউটিউব চ্যানেলটির নামকরণ করা হয়েছে।
ফেসবুক পোস্টে ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করে সেটি সাবস্ক্রাইব করার আহ্বান জানান আজহারী। এরপর চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা হু হু করে বাড়তে থাকে।