শুক্রবার, ২১ মার্চ ২০২৫ | ৭ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

রাফসান দ্য ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ছবি: সংগৃহীত

তরুণ প্রজন্মের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অনুমোদনহীন ব্লু ড্রিংকস বাজারজাত করার জন্য এই পরোয়ানা জারি করা হয়েছে। বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন।

ব্লু ড্রিংকস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন এক আবেদনে বলেন, ব্লু-এর কোনো অনুমোদন নেই। এমনকি ওষুধ প্রশাসনও জানে না এসব ওষুধ না পানীয়। সেই প্রেক্ষিতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এর আগে গত ২৪ এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিংকস কারখানায় অভিযান পরিচালনা করা হয়। যা গত ১৭ মে নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ওই সময় জানা যায়, ইফতেখার রাফসানের ব্লু ড্রিংকস (BLU) তৈরির কারখানায় মানহীনভাবে ব্লু ড্রিংকস তৈরি করা হয়। এ জন্য ওই সময় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, মেসার্স ড্রিংকব্লু বেভারেজ, বি-৩৩, বিসিক শিল্পনগরী, আদর্শ সদর, কুমিল্লা; প্রতিষ্ঠানটি মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ‍‍‘ইলেক্ট্রোলাইট ড্রিংক’ পণ্য প্রস্তুত করে আসছিল। এছাড়াও কারখানায় কোনো পরিমাপ যন্ত্র না থাকায় হাতে করে বোতলজাত করা হচ্ছিল ড্রিংকসগুলো। নিবন্ধন ছাড়াই মোড়কজাত ও বাজারজাত করায় ‍‍‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন -২০১৮’ এর ৪১ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিনের নেতৃত্বে পরিচালিত হয় অভিযানটি। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি) এবং সার্বিক সহযোগিতা করেন ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার (সিএম)।

Header Ad
Header Ad

বাইতুল মোকাররমে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিচার দাবিতে মিছিল

বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বিচার দাবি করে শুক্রবার (২১ মার্চ) রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখা। জুমার নামাজ শেষে তারা "নারায়ে তাকবির, আল্লাহু আকবার" স্লোগানে মুখরিত হয়ে পল্টন মোড়ের দিকে মিছিল করে।

এ সময় বিক্ষোভকারীরা নানা স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। একই সময়, বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর শাখাও পূর্ব ঘোষণা অনুযায়ী বিক্ষোভ মিছিলের জন্য সমাবেশ শুরু করে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মসজিদের প্রবেশমুখে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন, এবং নাইটিঙ্গেল মোড়ে বিজিবি সদস্যদের নিরাপত্তার ব্যবস্থা নিতে দেখা যায়। এছাড়া, মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতে পুলিশ সদস্যদের কাজ করতে দেখা গেছে।

প্রসঙ্গত, পূর্ব ঘোষণা অনুযায়ী হেফাজত ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিসের পক্ষ থেকে বাইতুল মোকাররমের উত্তর গেটে আজ বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। এর পাশাপাশি, ছাত্রশিবির ও জামায়াতের সদস্যরাও মসজিদ এলাকায় উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

হিথ্রো বিমানবন্দরে অগ্নিকাণ্ড, হাজার হাজার যাত্রী আটকা

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে হিথ্রো বিমানবন্দরের বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটিয়েছে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে অগ্নিকাণ্ড। এ ঘটনায়, বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরটি আজ শুক্রবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাতে উপকেন্দ্রের আগুনের কারণে বিমানবন্দরে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, এবং তখন থেকেই উড়োজাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে।

হিথ্রো বিমানবন্দর থেকে আজ ১ হাজার ৩৫১টি ফ্লাইট বন্ধ থাকতে পারে বলে ফ্লাইট রাডার২৪ জানিয়েছে, যদিও সরকারী পরিসংখ্যান এ বিষয়ে কিছু জানায়নি। প্রতিবছর প্রায় ১৩০০টি ফ্লাইট এই বিমানবন্দর দিয়ে উড্ডয়ন ও অবতরণ করে, এবং গত বছর এখানে ৮ কোটি ৩৯ লাখ যাত্রী ভ্রমণ করেছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের কারণে বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের সময়সূচি ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। যাত্রীদের তাদের এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে এবং বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

লন্ডন ফায়ার ব্রিগেডের সদস্যরা প্রায় ৭০ জনের একটি দল নিয়ে আগুন নেভানোর কাজ করছে। আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়।

এই পরিস্থিতিতে, ১২০টি উড়োজাহাজ হিথ্রোর উদ্দেশে আকাশে রয়েছে, কিন্তু সেগুলোর বেশ কিছু অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিমানবন্দরটি ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে কাজ করছে, তবে বিদ্যুৎ সরবরাহ কবে স্বাভাবিক হবে তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

Header Ad
Header Ad

গাজায় ইসরায়েলি হামলায় ট্রাম্পের ‘পূর্ণ সমর্থন’ রয়েছে: হোয়াইট হাউস

সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। গত কয়েকদিনে ইসরায়েলের বিমান ও স্থল আক্রমণে প্রায় ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে অনেক শিশুও রয়েছে। এই বর্বর হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভের সৃষ্টি হলেও, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রতি তার 'পূর্ণ সমর্থন' বজায় রেখেছেন।

হোয়াইট হাউসের বরাতে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় ইসরায়েলি হামলার পুনরায় শুরুর বিষয়ে “পূর্ণ সমর্থন” জানিয়েছেন। একইসঙ্গে, তিনি ফিলিস্তিনিদের ওপর চলমান হামলার জন্য হামাসকে দায়ী করেছেন।

শুক্রবার (২১ মার্চ) এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি সামরিক বাহিনী ও তাদের সাম্প্রতিক পদক্ষেপগুলিকে সম্পূর্ণ সমর্থন করেন।"

চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল একতরফাভাবে তা লঙ্ঘন করে এবং গত মঙ্গলবার থেকে হামলা অব্যাহত রাখে। এতে ৭০০ ফিলিস্তিনি নিহত এবং ১০৪২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২০০ শিশু রয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলি বোমাবর্ষণে আরও কমপক্ষে ১১০ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি পরিষেবার প্রধান ফারেস আওয়াদ জানায়, বেইত লাহিয়ায় গত রাতে ভয়াবহ হামলায় বহু বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালাচ্ছেন। পরিস্থিতি ভয়াবহ বলে তিনি জানান।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে স্পষ্টভাবে বলেছেন—যদি তারা জিম্মিদের মুক্তি না দেয়, তবে তাদের চড়া মূল্য দিতে হবে।” তিনি বলেন, এই পরিস্থিতির জন্য হামাস দায়ী এবং ট্রাম্প চান, ফিলিস্তিনিরা তাদের হাতে বন্দি সকল জিম্মিকে মুক্তি দিক।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাইতুল মোকাররমে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিচার দাবিতে মিছিল
হিথ্রো বিমানবন্দরে অগ্নিকাণ্ড, হাজার হাজার যাত্রী আটকা
গাজায় ইসরায়েলি হামলায় ট্রাম্পের ‘পূর্ণ সমর্থন’ রয়েছে: হোয়াইট হাউস
ওমরাহ থেকে ফিরে অভিনয় ছাড়ার ঘোষণা বর্ষার
যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে ২৪৯ অপরাধী গ্রেপ্তার
ভিজিএফের চালের বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান; স্থানীয়দের ক্ষোভ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জাকিরকে সাময়িক বরখাস্ত
ভিনিসিয়ুসের শেষ মুহূর্তের জাদুতে ব্রাজিলের রোমাঞ্চকর জয়
ইউনূস-মোদি বৈঠকের জন্য দিল্লির কাছে ঢাকার চিঠি
কুমিল্লায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
গাজায় ইসরায়েলের হামলায় আরও ৮৫ জন নিহত, তিনদিনে প্রাণ গেল ৬০০ ফিলিস্তিনির
আত্মপ্রকাশ করলো সাবেক সেনা কর্মকর্তা-আমলাদের ‘জনতার দল’
১৯৪ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি
ভোরে মাঠে নামছে ব্রাজিল, যেমন হবে একাদশ
মার্চে রেমিট্যান্সে রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ
ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
হামাসের রকেট হামলায় কাঁপল ইসরাইল, বিমান চলাচল ব্যাহত
কবরস্থানের মালিকানা নিয়ে বিরোধে মারামারি, আ.লীগ নেতার মৃত্যু
চাহালের সঙ্গে সম্পর্কের ইতি, ৫ কোটি টাকার ভরণপোষণ পেলেন ধনশ্রী
খুলনা থেকে উদ্ধার হলেন নবাবগঞ্জের নিখোঁজ বিএনপি নেতা আজাদুল হাই পান্নু