টুইটারে পাকিস্তানিদের মুজিব বন্দনা, ক্ষমা প্রার্থনা
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে চলছে ইমরান খান ট্রেন্ড। হ্যাশ ট্যাগ ইমরান খান। আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পিটিআই চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের ঘটনায় পুরো পাকিস্তানজুড়ে চলছে সহিংসতা আর টুইটারে বইছে পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এর বিরুদ্ধে অনলাইন এক্টিভিটিস্টদের সমালোচনার ঝড়।
টুইটারের ট্রেন্ডিং ইস্যুগুলোর প্রথমেই উঠে এসেছে ইমরান খানের নাম। এখন পর্যন্ত টুইট করা হয়েছে ৪ লাখ ৩২ হাজার বার। এরই মাঝে যুক্ত হয়েছে পাকিস্তানিদের মুজিব বন্দনা। হ্যাশ ট্যাগ শেখ মুজিব বা হ্যাশ ট্যাগ মুজিব।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার যেন ভরে উঠেছে অনুশোচনার বার্তায়। পাকিস্তানি নেটিজেনরা ক্ষমা চাচ্ছেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে। পাকিস্তান সেনা বাহিনী ও ক্ষমতাসীন শাহবাজ শরীফের সরকারকে ছি ছি করছেন নেটিজেনরা। তারা বলছেন 'এখন আমরা বুঝতে পারছি বাংলাদেশ কেন স্বাধীন রাষ্ট্র হয়ে আলাদা হয়ে গিয়েছিল, এখন আমরা বুঝতে পারছি, শেখ মুজিব ভুল ছিলেন না।
অনেকেই আবার বাংলাদেশিদের উদ্দেশে লিখেছেন 'তোমরা অনেক ভাগ্যবান, তোমাদের রক্ষা করার জন্য একজন শেখ মুজিব ছিলেন।'
করাচি থেকে জৈন গোপলানি লিখেছেন, 'আপনি কি মনে করেন তিনি ভিলেন ছিলেন? আপনি কি মনে করেন তিনি পাকিস্তান ভেঙে দিয়েছেন? এখন সময় এসেছে আমরা বুঝতে পারি যে আমাদের বাঙালি ভাইয়েরা কখনো আমাদের (পাকিস্তানের জনগণকে) ঘৃণা করেনি, তারা কখনো পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দেয়নি। শেখ মুজিব গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা ছিলেন! তাহলে ভেবে দেখুন, ভিলেন কে ছিল?
তিনি আরও লিখেছেন, আপনি কি মনে করেন যে আমরা ১৯৭১ সালে যা হয়েছিল সেখানে ফিরে যাচ্ছি? আপনি কি মনে করেন শেখ মুজিবের সঙ্গে যা করা হয়েছিল ইমরান খানের সঙ্গেও তাই করা হচ্ছে? আপনি এখন কি পার্থক্য দেখতে পান?
তুরস্কের ইস্তাম্বুল থেকে মিঞা মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, 'শেখ মুজিব যে সঠিক ছিলেন তা বুঝতে এ জাতির ৫০ বছর লেগেছে। আজ আবার একাত্তরের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।'
যুক্তরাষ্ট্র থেকে তাহির রিয়াজ লিখেছেন, 'আমরা আমাদের বাংলাদেশি ভাইদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করি। ১৯৭১ সালের ঘটনার সাথে বর্তমান পরিস্থিতির সংযোজন করা হৃদয়বিদারক। প্রথমে তারা পূর্ব পাকিস্তান হারিয়েছে, আর এখন তারা হারাল পাকিস্তানি জনগণকে।'
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পাকিস্তানের অন্যতম উন্মুক্ত গণমাধ্যম খালিজ ম্যাগ বঙ্গবন্ধুর একটি ছবি প্রকাশ করেছে। সে ছবিটি রি টুইট করা হয়েছে ৬৭৫ বার। যার বিশাল অংশই বঙ্গবন্ধুর কাছে পাকিস্তানি নেটিজানদের ক্ষমা প্রার্থনা করে লেখা।
মেহের উদ্দিন আলি লিখেছেন, 'বাঙালিরা আজও বলে একাত্তরে আমাদের মা-বোনের সম্ভ্রম লুণ্ঠিত হয়েছিল, আমরা কখনো বিশ্বাস করিনি। আজ এসব দেখে, আমি নিশ্চিত যে উনিশ শতকে অনেক কিছু ঘটেছে......... দেখুন কিভাবে তারা টেনে নিয়ে যাচ্ছে।'
যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে ইমতিয়াজ খান লিখেছেন, 'তিনি (শেখ মুজিব) ছিলেন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের নায়ক। সত্তর এর দশকে পূর্ব পাকিস্তানে পাকিস্তান সেনাবাহিনী যে অপরাধ করেছিল তার জন্য বাংলাদেশিদের কাছে পাকিস্তানিদের ক্ষমা চাওয়া উচিত। পাকিস্তান সেনাবাহিনী মুর্দাবাদ। পাকিস্তান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ।'
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে সিয়াম বাট লিখেছেন, 'সারাজীবন আমাদের পাকিস্তানিদের বলা হয়েছে বাঙালিরা দেশদ্রোহী, এখন আমরা জানি আসল দেশদ্রোহী কারা, দুঃখিত বাংলাদেশি ভাই আমরা আপনাদের প্রতি ভুল করেছি।'
করাচি থেকে সোহাইল লিখেছেন, পুরো পাকিস্তান যদি সেই সময় আমাদের বাংলাদেশি ভাইদের পাশে দাঁড়াতেন, তাহলে আজ আমরা ভিন্ন পাকিস্তানের সাক্ষী থাকতাম। শেখ মুজিবুর রহমান, সমগ্র জাতি আপনার কাছে ক্ষমাপ্রার্থী।'
যুক্তরাষ্ট্র থেকে রিজ লিখেছেন, 'আমরা দুঃখিত স্যার! এখন আমরা বুঝতে পারছি যে আপনি এবং বাঙালিরা তখন কিসের মদ্য দিয়ে গেছেন।'
সিন নামে এক নেটিজেন লিখেছেন, 'ইদানীং আমার উপলব্দি হয়, আমাদের কতটা মগজ ধোলাই করা হয়েছে যে আমরা পরবর্তী প্রজন্মের কাছেও মনে হয়েছে বাঙালিরা আমাদের শত্রু। সত্যি বলছি, এখন যেখানেই একজন বাঙালির সঙ্গে দেখা হবে, আমি তাদের কাছে ক্ষমা চাইব! আমি সত্যিই এটা করব।'
/এএস