ব্যাংকে প্রত্যেকের আমানত নিরাপদে আছে
কয়েকদিন আগে স্কুলের এক বড় ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমাকে বললেন, কয়েকটি ডিপিএস করা আছে। মেয়াদপূর্তির আগেই তিনি ভাঙিয়ে ফেলবেন কিনা?
আমি জানতে চাইলাম, কারণ কি?
তিনি উত্তরে বললেন, বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি দেশের অবস্থা খারাপ। জমা টাকা পাওয়া যাবে না। আমি তাকে আশ্বস্ত করে বললাম, আপনার টাকার কিছু হবে না, আতঙ্কিত হওয়ার কিছু নেই।
তিনি আমাকে উত্তরে বললেন, তুমি বললে টাকা রাখব কিন্তু পরে সমস্যা হলে তুমি আমার টাকা তুলে দিও।
আমি তাকে বললাম, তাই হবে।
এরপর এই বিষয়ে আরও বেশ কিছু ফোন পেয়েছি। সবার একই কথা, ব্যাংকে টাকা আছে। কী করব? তুলে ফেলব? প্রত্যেককেই বোঝাতে হয়েছে, সমস্যা নেই, কিছুই হবে না। টাকা আপনার নিরাপদেই আছে।
জানি না তারা আশ্বস্ত হয়েছিলেন কিনা। তবে এই বিষয়ে ১৩ নভেম্বর, ২০২২ তারিখ বাংলাদেশ ব্যাংক সুস্পষ্টভাবে বিজ্ঞপ্তি দিয়েছে—
‘বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক খবর প্রচারিত হচ্ছে। এ ব্যাপারে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই। বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরে কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করা যায় আগামীতেও বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে।’
যারা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত বিভিন্ন গুজবে কিছুটা দুশ্চিন্তায় ছিলেন, আশা করি আপনাদের দুশ্চিন্তা কেটে যাবে।
প্রত্যেক আমানতকারীর আমানত ব্যাংকে নিরাপদে আছে। এই নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। সুতরাং ষড়যন্ত্রমূলক খবরে আতঙ্কিত হবেন না।
লেখক: যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক
আরএ/