ঢাকাপ্রকাশ-এ সংবাদ প্রকাশের পর চাকরি ফিরে পেলেন শ্যামা সাহা
পূজার ছুটি চাওয়ায় চাকরিচ্যুত শ্যামা সাহা সেনকে স্থায়ীভাবে চাকরিতে পুনর্বহাল করেছে বুস্ট এডুকেশন বাংলাদেশ। প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে স্থায়ীভাবে তাকে নিয়োগ দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মোহাম্মদ শফিক।
শুক্রবার (৭ অক্টোবর) দুপুরের দিকে বুস্ট এডুকেশন বাংলাদেশ তাদের ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছে। পোস্টে আরও উল্লেখ করা হয়, বুস্ট এডুকেশন সার্ভিসে ধর্মীয় সাম্প্রদায়িক বা বৈষম্য সংক্রান্ত কোনো সমস্যা ছিল না।
এর আগে শ্যামা সাহা সেন বৃহস্পতিবার দিবাগত রাতে তার ফেসবুক ওয়ালে দেওয়া এক স্ট্যাটাসে প্রতিষ্ঠানটির সিইও তার সঙ্গে দীর্ঘ কথোপকথনের কথা তুলে ধরে বলেন, তাকে চাকুরিচ্যুতির বিষয়টি একটি ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করেছেন প্রতিষ্ঠানটির সিইও। এজন্য সিইও দুঃখ প্রকাশ করে বলেছেন, ঘটনাটি আসলে এইচআর এর ভুল তথ্য প্রদানের কারণে সৃষ্টি হয়েছে, যা এক ধরনের ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়। আমরা পরিস্থিতির সমাধান করেছি ও শ্যামা সাহাকে তার পদে পুনর্বহাল করেছি।
এ বিষয়ে শ্যামা সাহা সেন ঢাকাপ্রকাশ-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ঢাকাপ্রকাশ পাশে থাকায় আমি আমার চাকরি ফিরে পেয়েছি। এজন্য তিনি ঢাকাপ্রকাশ-কে ধন্যবাদ জানান।
পূজার ছুটি চাওয়ায় শ্যামা সাহা সেনকে চাকরিচ্যুতির ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর শ্যামা তার ফেসবুক ওয়ালে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসের সূত্র ধরে ঢাকাপ্রকাশ ওই দিনই (৩০ সেপ্টেম্বর) ‘পূজায় ছুটি চাওয়ায় চাকরি হারালেন শ্যামা!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। প্রতিবেদনটি পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে। বুস্ট কর্তৃপক্ষ তীব্র সমালোচনার মুখে পড়ে। ফলে বাধ্য হয়েই তারা নমনীয় হয় এবং শ্যামাকে চাকরি ফিরিয়ে দেয়।
বুস্টের পক্ষ থেকেও ঢাকাপ্রকাশ-এ ফোন করে নানা রকম হুমকি-ধামকি দেওয়া হয়। কিন্তু ঢাকাপ্রকাশ প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে নিজেদের অবস্থানে অটল থাকে। শেষ পর্যন্ত বুস্ট কর্তৃপক্ষ শ্যামাকে চাকরি ফেরত দিয়ে সমস্যার সমাধান করল।
পাঠকের সুবিধার্থে বুস্ট এডুকেশন বাংলাদেশের সিইও এর বরাত দিয়ে তাদের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাস ও শ্যামা সাহা সেনের ফেসবুক ওয়ালে দেওয়া স্ট্যাটাস নিচে হুবহু তুলে ধরা হলো-
‘সম্প্রতি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বুস্ট এডুকেশন সার্ভিসের সিইও সবার কাছে ক্ষমাপ্রার্থী। বুস্ট এডুকেশন সার্ভিসের সিইও ড. মোহাম্মদ শফিক ঘটনাটি তদন্ত করেছেন। তিনি এইচআর এবং মিসেস শ্যামা সাহার মধ্যে ভুল বোঝাবুঝির বিষয়টি চিহ্নিত করেছেন। দুর্ভাগ্যবশত, এইচআর স্পষ্ট ন্যায্যতা এবং কর্মক্ষমতা পর্যালোচনা ছাড়াই মিসেস শ্যামা সাহাকে বরখাস্ত করেছেন। এ ছাড়া দুর্গাপূজার ছুটি দেওয়ার সঙ্গে মিসেস শ্যামা সাহার বরখাস্ত হওয়ার কোনো সম্পর্ক ছিল না এবং আমাদের সংগঠনে কোনো বৈষম্য নেই। মিসেস শ্যামা সাহা এবং বুস্ট এডুকেশন সার্ভিস, ঢাকা শাখার উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে সংঘটিত স্পষ্ট ভুল বোঝাবুঝির বিষয়টি নিশ্চিত করেছেন। বুস্ট এডুকেশন সার্ভিস বাংলাদেশ শাখায় নতুন এইচআর ম্যানেজার নিয়োগ করা হয়েছে।
বুস্ট এডুকেশন সার্ভিসে ধর্মীয় সাম্প্রদায়িক বা বৈষম্য সংক্রান্ত কোনো সমস্যা ছিল না। বুস্ট এডুকেশন সার্ভিস যে অসাম্প্রদায়িক মনোভাব পোষণ করে যার অনন্য উদাহরণ 'দুর্গোৎসব ম্যাগাজিন, লন্ডন ২০২২'। বুস্ট এডুকেশন সার্ভিস প্রতিষ্ঠানের সবার সঙ্গে সমান আচরণ করে।’
শ্যামা সাহা ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘বুস্ট এডুকেশন সার্ভিস একটি প্রতিষ্ঠিত ও সুনামধন্য এডুকেশন সার্ভিস প্রোভাইডার। দীর্ঘ ১ দশক ধরে তারা সুনামের সঙ্গে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। আমি শ্যামা সাহা, বুস্ট এডুকেশান সার্ভিসের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। পূজার আগে আমার সঙ্গে পূজার ছুটি নিয়ে যে ঘটনাটি ঘটেছিল সেটা আসলে এক ধরনের মিস আন্ডারস্টান্ডিং। তৎকালীন এইচআর ও বুস্ট এডুকেশন সার্ভিসের হায়ার অথরিটির সঙ্গে এক রকমের সমন্বয়হীনতার কারণে আমার কাছে এক ধরনের ভুল ম্যাসেজ আসে। যে কারণে উক্ত পরিস্থিতির সৃষ্টি হয়।’
এ প্রসঙ্গে বুস্ট এডুকেশন সার্ভিসের সিইও ড. মোহাম্মদ শফিক সবার কাছে দুঃখ প্রকাশ করে বলেন, ঘটনাটি আসলে এইচআর এর ভুল তথ্য প্রদানের কারণে সৃষ্টি হয়েছে। যা এক ধরনের ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়। আমরা পরিস্থিতির সমাধান করেছি ও শ্যামা সাহাকে তার পদে পুনর্বহাল করছি। বুস্ট এডুকেশন সার্ভিস তার সফলতা কামনা করছে।
এ বিষয়ে শ্যামা সাহা বলেন, আসলে এখানে উল্লেখ্য যে, বুস্ট এডুকেশন সার্ভিস সবার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং এটি এক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা। তারা আমাকে স্থায়ীভাবে আবার নিয়োগ দিয়েছে এবং আমিও অত্যন্ত আনন্দের সঙ্গে আবার জয়েন করছি। তাই এতদিন যারা আমার সঙ্গে ছিলেন তাদের ধন্যবাদ ও পাশাপাশি অনুরোধ করছি যেহেতু এটা এক ধরনের ভুল বোঝাবুঝির কারণে তৈরি হয়েছিল তাই ঘটনাটি এখানেই শেষ হোক। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আমাকে সহযোগিতা করার জন্য। আমি বুস্ট এডুকেশন সার্ভিস ও দেশের সব মানুষকে ধন্যবাদ জানাই।’
এনএইচবি/এসজি