বড় ভাইয়ের কুড়ালের আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের
ছবি: সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজারে পারিবারিক কলোহের জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল (বুধবার,৯ অক্টোবর) বিকেলে উপজেলার দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় নিহত আদিল (২৫) দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগ গ্রামের মোখলেছ মিয়ার ছেলে। তিনি ব্যাটারিচালিত রিকশার চালক। এ ঘটনার পর থেকে তাঁর বড় ভাই কাদির মিয়া পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, মোখলেছ মিয়ার যৌথ পরিবারে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। বুধবার দুপুরের দিকে বড় ভাই কাদির ও ছোট ভাই আদিলের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ভাই কাদির কুড়াল দিয়ে আদিলের মাথায় আঘাত করে বসে। তখন তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার সময় পথেই মারা যায় আদিল।
বিয়ানীবাজার থানার ওসি মো. এনামুল হক চৌধুরী গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের প্রাথমিক সুরতহালের পর ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করতে চেষ্টা করছি আমরা।