সিলেটে মিছিল থেকে ফেরার পথে ৯ শিবিরকর্মী আটক
সিলেটে মিছিল থেকে ফেরার পথে ৯ শিবিরকর্মীকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরের সুরমা মার্কেটের সামনে থেকে ধাওয়া করে তাদের আটক করা হয়। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তাদের আদালতে তোলা হবে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হাদারপাড় এলাকার আব্দুল রশিদের ছেলে ফোরকান আহমদ, একই উপজেলার কুলাসাল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে নাঈম সিদ্দিকী, বাঘারপাড় এলাকার তেরাব আলীর ছেলে আবু সুফিয়ান সোহাগ, পশ্চিম বাঘারপাড়ের আব্দুল আল নাসিরের ছেলে মদিনাতুল মনোয়ার, দক্ষিণ বাঘারপাড় জান্ডাকুল এলাকার মো. আশিকুর রহমানের ছেলে হাবিবুর রহমান, চৌমুহনী বাজার এলাকার মো. আব্দুল্লাহ, গোয়াইনঘাটের সুন্দরগাঁও এলাকার তাহির রহমানের ছেলে ইয়াসিন আহমদ, একই এলাকার তাজ উদ্দিনের ছেলে মো. হাসান আহমদ ও সুনামগঞ্জের ছাতক উপজেলার মৌবাগী এলাকার মো. আব্দুল গফুরের ছেলে মো. আব্দুল্লাহ।
শিবির কর্মী আটকের বিষয়টি স্বীকার করে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, দক্ষিণ সুরমা থেকে শিবিরের ৯ জনকে আটকের ঘটনায় নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। তবে শিবিরের পুরাতন নাশকতা মামলায় তাদের সংশ্লিষ্টতা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তাদের আদালতে তোলা হবে।
এসআইএইচ