শনিবার, ৫ এপ্রিল ২০২৫ | ২২ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

হবিগঞ্জের নিরব নিভৃত পল্লীগুলো এখন শিল্পনগরী

মাত্র কয়েক বছর পূর্বেও গ্রামগুলোতে সন্ধ্যা নামলেই বিরাজ করত শুনশান নিরবতা। শুনা যেত চারদিকে শিয়ালের ডাক। একটি গাড়ি গ্রামে প্রবেশ করলে দেখতে বেড়িয়ে আসত লোকজন। যাদের সকালের ঘুম ভাঙ্গত পাখিদের কলরবে এখন তাদের ঘুম ভাঙ্গে কলকারখানার শব্দে। এক সময় লোকজন ধান কাটার পর অলস সময় পার করত এখন তাদের চারদিকে শুধু এখন চলছে কর্মযজ্ঞ। এমন পবিবেশ বিরাজ করছে হবিগঞ্জ জেলার নবগঠিত শায়েস্তাগঞ্জ, মাধবপুর ও বাহুবল উপজেলার নিরব নিভৃত পল্লীগুলোতে।

পল্লীগুলোতে এখন একের পর আধুনিক শিল্প কারখানা গড়ে উঠেছে। গ্রামীণ পরিবেশের জায়গায় এখন বিরাজ করছে শহরের পরিবেশ। বিদ্যুৎ ও গ্যাসের সহজলভ্যতা আর মহাসড়ক দিয়ে সহজে যোগাযোগের কারণে উদ্যোক্তারা বেছে নিয়েছেন পাহাড় ঘেষা এই জনপদকে। রেল অথবা সড়কযোগে ঢাকা ও চট্রগ্রাম থেকে সিলেট যাবার পথে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধার চত্তর নামক স্থানে এসে রাস্তার দুই দিকে তাকালে কেবল চোখে পড়বে নতুন নতুন শিল্প-কারখানা। হঠাৎ দেখলে মনে হবে যেন কোন শিল্পনগরী?

সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপুর উপজেলার জগদিশপুর, নোয়াপাড়া, বেজুড়া, শাহপুর, বাঘাসুরা, শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর, বিরামচর, উবাহাটা ও বাহুবল উপজেলার মিরপুর, নতুন বাজার গ্রামে এসব শিল্পকারখানা গড়ে উঠছে। গড়ে উঠা শিল্প-কারাখানার মধ্যে- স্কয়ার, হবিগঞ্জ ইন্ডাষ্ট্রিয়াল পার্ক (প্রাণ-আরএফএল), আকিজ গ্লাস, যুমনা ইন্ডাষ্ট্রিয়াল পার্ক, টান্সকম গ্রুপ, চারু সিরামিক ইন্ডাঃ লিমিটেড, আরএকে সিরামিক,বাদশা গ্রুপ, সিপি বাংলাদেশ, ষ্টার সিরামিক্স, তাসহিদ কটন মিলস, মেঘনা রাবার ইন্ডাষ্ট্রিজ, বেঙ্গল গ্রুপ, মার কোম্পানী, এন জে গ্রুপ, চায়না- বাংলা সিরামিক, এজি সিরামিক, সায়হাম গ্রুপ, এফএসএল গ্রুপ, এস এম গ্রুপ, রাখিন গ্রুপ, কে-কো কেমিক্যাল, ম্যাটাডোর গ্রুপ, সেলিম গ্রুপ,এফএল গামের্ন্টস, টিকে গ্রুপ, রূপায়ন গ্রুপ উল্লেখ্যযোগ্য।

হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় প্রায় শতাধিক শিল্প- কারাখানা গড়ে উঠেছে। এর মধ্যে মাধবপুর উপজেলায় ৬০টি শিল্প-কারাখানা গড়ে উঠেছে। স্কয়ার ডেনিম এবং স্পিনিং মিলের সহকারী ব্যবস্থাপক আব্দুল্লাহ আল বাবুল বলেন-ঢাকার সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এই এলাকায় শিল্প- কারখানাগুলো গড়ে উঠেছে। শিল্প-কারখানা গড়ে উঠায় এলাকার লোকজনের কর্মসংস্থান যেমন সৃষ্টি হচ্ছে তেমনি তাদের জীবন যাত্রার মানও উন্নত হচ্ছে। ২০১৭ সালে হবিগঞ্জ যাত্রা শুরু স্কয়ার। বর্তমানে এখানে প্রায় ১৫ হাজার শ্রমিক কাজ করছে। এর মধ্যে ৮০ ভাগ স্থানীয় লোকজন কাজ করছে। ৫০/৬০ভাগ নারী শ্রমিক রয়েছে।

প্রাণ (আরএফএল) ইন্ডাষ্ট্রির সহকারী মহাব্যবস্থাপক (জনসংযোগ) তৌহিদুল জামান বলেন-হবিগঞ্জ ইন্ডাষ্ট্রিয়াল পার্ক নামে (প্রাণ-আরএফএল) ২০১৪যাত্রা শুরু করে। মুলত প্রাণ (আরএফএল) সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রত্যন্ত অঞ্চলে শিল্প-কারখানা স্থাপন করে। বর্তমানে হবিগঞ্জ ইন্ডাষ্ট্রিয়াল পার্কে ৩৫ হাজার শ্রমিক কর্মরত আছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক বছর আগেও এসব এলাকায় একটি গাড়ীর শব্দ শোনা গেলে গ্রামের মানুষ বেড়িয়ে আসত দেখার জন্য। আর এখন সেখানে আধুনিক কলকারখানার শব্দে ঘুম ভাঙ্গে এলাকাবাসীর। আধুনিক জীবনধারা থেকে অনেকটা বিচ্ছিন্ন ছিল এলাকাবাসী। এখন সে এলাকার চেহারা পাল্টে গেছে পুরোপুরি। ৭/৮ বছর আগের এলাকার সাথে এখানকার তফাৎ এখন আকাশ পাতাল ব্যবধান। এখানে ক্রমেই বাড়ছে কলকারখানা; উৎপাদন হচ্ছে দেশীয় অনেক নতুন নতুন পণ্য। তৈরি হচ্ছে হাজার হাজার লোকের কর্মক্ষেত্র।

তারা আরও জানান, কিছুদিন আগেও এসব এলাকায় কেউ জমি কিনতে চাইতো না। প্রতি একর বিক্রয় হত লাখ টাকায়। বর্তমানে সেই জায়গায় প্রতি শতক জমি বিক্রি হচ্ছে আড়াই লাখ থেকে পাঁচ লাখ টাকা পযর্ন্ত। কোন কোন স্থানে দশ লাখের বেশি টাকা দিয়ে শতক কিনছেন কোম্পানী মালিকরা। এলাকার কর্মক্ষম লোকেরা আগে যেখানে ঘুরে বেড়াতো কাজের সন্ধানে এখন তারা দল বেঁধে কাজ করছে এসব কোম্পানিতে। সব মিলিয়ে এক সময়ের নিস্তব্দ পল্লীগুলো যেন এখন পরিণত হচ্ছে শিল্পনগরীতে।
এএজেড

Header Ad
Header Ad

পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

মাউন্ট মুঙ্গানুইতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৪৩ রানে পাকিস্তানকে পরাজিত করে নিউজিল্যান্ড সম্পূর্ণ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। এর আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ৪-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান।

বাবর আজমের দ্বিতীয় ফিফটি হলেও দলকে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচানো সম্ভব হয়নি। এই ম্যাচটি ভেজা আউটফিল্ডের কারণে দেরিতে শুরু হয়ে ৪২ ওভারে পরিণত হয়। পাকিস্তান টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায়।

অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল এবং ওপেনার রাইস মারিউয়ের হাফসেঞ্চুরির ওপর ভর করে নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৬৪ রান সংগ্রহ করে। মারিউ ৬১ বল খেলে ৫৮ রান করেন, যেখানে ৬টি বাউন্ডারি এবং ২টি ছক্কা ছিল। ব্রেসওয়েল ৪০ বলে ৫৯ রান করে সাজঘরে ফিরে যান, তার ইনিংসে ছিল ১টি বাউন্ডারি ও ৬টি ছক্কা। এছাড়া হেনরি নিকোলস ৩১, ড্যারিল মিচেল ৪৩ এবং টিম সেইফার্ট ২৬ রান করেন।

পাকিস্তানের বোলার আকিফ জাভেদ ৬২ রানে ৪ উইকেট শিকার করেন, নাসিম শাহ পান ৫৪ রানে ২ উইকেট।

অবশ্য পাকিস্তানের লক্ষ্য ছিল কঠিন। ৪০ ওভারে ২২১ রানেই তাদের ইনিংস গুটিয়ে যায়। বাবর আজম ৫৮ বল খেলে ৪টি বাউন্ডারি এবং ১টি ছক্কায় ৫০ রান করেন, তবে তার আউট হওয়ার পর পাকিস্তান দুর্দশায় পড়ে যায়। মোহাম্মদ রিজওয়ান চেষ্টা করলেও ৩২ বলে ৩৭ রানে আউট হন। পাকিস্তান ১৬৯ রানে ৪ উইকেট হারানোর পর শেষ ৬ উইকেট ৫২ রানে হারিয়ে ২২১ রানে অলআউট হয়ে যায়।

শেষদিকে তৈয়ব তাহির ৩১ বলে ৩৩ রান করে দলের পরাজয়ের ব্যবধান কিছুটা কমানোর চেষ্টা করেন, তবে একাধিক ব্যাটারের ব্যর্থতায় শেষ পর্যন্ত তারা ম্যাচটি হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে হয়। পাকিস্তানের ওপেনার ইমাম উল হক ১ রানে রিটায়ার্ড হার্ট হন, এছাড়া তিনি আর নামতে পারেননি।

নিউজিল্যান্ডের বেন সিয়ার্স ৩৪ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে চাপে ফেলে দেন।

Header Ad
Header Ad

স্বর্ণভর্তি ব্যাগ ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত গড়লেন অটোরিকশাচালক খায়রুল

ছবি: সংগৃহীত

অটোরিকশায় ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণালংকার ও ১৫ হাজার টাকা ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খায়রুল ইসলাম।

অভাবের কারণে পড়ালেখার পাশাপাশি সিএনজি অটোরিকশা চালান খায়রুল। শুক্রবার (৪ এপ্রিল) রাতে বগুড়া সদর থানায় মালিকের কাছে স্বর্ণালংকার ও নগদ টাকা হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন।

স্বর্ণ ব্যবসায়ী শাহিন হোসেন, পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা। তিনি জানান, ২৯ মার্চ ব্যবসার কাজে বগুড়ায় এসে সাতমাথা এলাকা থেকে অটোরিকশায় উঠেন। পরে বনানী এলাকায় নেমে বাসে উঠে পড়ার সময় কালো ব্যাগটি অটোরিকশায় ফেলে যান। বাস শাজাহানপুর পৌঁছালে ব্যাগ ফেলার বিষয়টি বুঝতে পারেন।

ওই দিন খায়রুল ইফতারের জন্য বাড়ি ফেরার পর রিকশার পেছনে ফেলে যাওয়া কালো ব্যাগটি দেখতে পান। ব্যাগ খুলে কাপড়ের নিচে স্বর্ণালংকার ও টাকা দেখতে পেয়ে হতবাক হয়ে যান।

মায়ের সঙ্গে পরামর্শ করে কয়েক দিন নিজেই মালিকের খোঁজ করে ব্যর্থ হন খায়রুল। শেষমেশ পুলিশের সহযোগিতা নেন। পুলিশ ব্যাগ তল্লাশি করে একটি কাগজে লেখা ফোন নম্বর পেয়ে মালিকের সঙ্গে যোগাযোগ করে। রাতে শাহিন থানায় গিয়ে রসিদ যাচাইয়ের পর গয়না ও টাকা বুঝে নেন।

ব্যাগ ফিরে পেয়ে আবেগে কেঁদে ফেলেন শাহিন। তিনি বলেন, "ব্যাগে ২৬ লাখ টাকার গয়না ছিল। ব্যাগ হারালে নিঃস্ব হয়ে যেতাম। খায়রুলের সততা আমাকে স্তব্ধ করে দিয়েছে।”

ওসি মঈনুদ্দিন বলেন, খায়রুল শুধু সৎ নন, দায়িত্বশীল ও মানবিকও। সমাজে এমন শিক্ষার্থীরা সত্যিই আশার আলো।

Header Ad
Header Ad

ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু। ছবি: ঢাকাপ্রকাশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৮ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে ছুটিতে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

শনিবার (৫ এপ্রিল) দুপুর থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। শনিবার দুপুর থেকেই শুরু হয় আমদানি-রপ্তানি বাণিজ্য। ফলে বন্দর এলাকায় দেখা দিয়েছে পন্যজট। বেনাপোলের মতোই পেট্রাপোল বন্দরেও পন্যজট রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, ঈদে টানা ৮ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল। ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম সীমিত থাকায় এ সময় যাত্রীদের চাপ ছিলনা। যাতায়াতকৃত যাত্রীদের যেন দুর্ভোগ পোহাতে না হয় সে জন্য ইমিগ্রেশনের কর্মকর্তা-কর্মচারীদের স্ট্যান্ডবাই রাখা হয়েছিল।

আমদানি-রপ্তানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার।

তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৮ দিন এ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। শনিবার দুপুর ১২ টা থেকে পুনরায় এ স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো নিউজিল্যান্ড
স্বর্ণভর্তি ব্যাগ ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত গড়লেন অটোরিকশাচালক খায়রুল
ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী
যারা ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছে, তারা রাজনীতি করার অধিকার রাখে না
লৌহজংয়ে কার্টনে পাওয়া মরদেহের টুকরোগুলো সাভারের সবুজ মোল্যার
মার্কিন শুল্ক নিয়ে সন্ধ্যায় জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা
গৃহকর্মীকে মারধরের অভিযোগ: পরীমনি বললেন ‘আমার হাতে সব প্রমাণ আছে’
যমুনা সেতু মহাসড়কে র‍্যাবের টহল জোরদার (ভিডিও)
শরীয়তপুরে দু’পক্ষের তুমুল সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ
গরমে তৃষ্ণা মেটানোর বদলে ডিহাইড্রেটেড করবে যেসব পানীয়
পরকীয়া থেকে ফেরাতে না পেরে স্বামীকে হত্যা করলেন স্ত্রী
গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহতের শিকার: জাতিসংঘ
আয়ারল্যান্ডের পাসপোর্ট বিশ্বসেরা, বাংলাদেশের অবস্থান ১৮১তম
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, নেই যানজট ও ভোগান্তি
আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ
অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে ২৮ জনের ৩ কোটি আত্মসাৎ, ফেরত দেওয়ার দাবি
প্রশাসনে রেকর্ড সংখ্যক কর্মকর্তা ওএসডি, চুক্তিভিত্তিক নিয়োগে নতুন রেকর্ড
ড. ইউনূস-মোদির বৈঠক আশার আলো তৈরি করেছে: মির্জা ফখরুল
সাভারে আবারও চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটপাট