সুনামগঞ্জে ধর্মঘট, ৮ হাজার মোটরসাইকেল প্রস্তুত বিএনপির
সুনামগঞ্জে ১৮ ও ১৯ নভেম্বর দুই দিন বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে সুনামগঞ্জ বাস মালিক সমিতি। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া ঢাকাপ্রকাশ-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সড়কে অবৈধ সিএনজি বন্ধ, সিলেট-সুনামগঞ্জের সড়কের সিলেটের লামাকাজি এলাকার টোল প্রদান বন্ধ এবং সুনামগঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কারের দাবিতে আগামী ১৮ ও ১৯ নভেম্বর দুই দিন সুনামগঞ্জ-সিলেট রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে, আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির নেতারা বলছেন, তাদের বিভাগীয় সমাবেশকে বাধা দিতেই এ ধর্মঘট দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল বলেন, আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু এরইমধ্যে তারা আমাদের প্রতিবন্ধকতার জন্য ধর্মঘট দিয়েছে, আগামীকাল গাড়ি না পাওয়ায় আমরা সুনামগঞ্জ থেকে ৭ থেকে ৮ হাজার মোটরসাইকেল নিয়ে সিলেটের গণসমাবেশে যাব। আমরা সমাবেশ সফল করতে যেকোনোভাবেই সিলেট পৌঁছাব ইনশাল্লাহ।
সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, আমাদের অনেকদিনের দাবি ছিল সিলেটের লামাকাজি এলাকার টোল দেওয়া বন্ধের। তা ছাড়া সড়কে অবৈধ সিএনজি চলাচল বন্ধ করতে হবে। এ ছাড়া জনপ্রতিনিধি, সরকার, প্রশাসন আশ্বাস দিয়েছিল আমাদের সুনামগঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কার করে দেবেন তাও হয়নি, তাই আমরা আগামীকাল ভোর ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সুনামগঞ্জ-সিলেট সড়কে কোনো বাস চলাচল করবে না।
এসএন