সিলেটে বিএনপির সমাবেশ ১৯ নভেম্বর
স্থান নিয়ে জটিরতার কারণে সিলেটে বিএনপির সমাবেশের তারিখ বদলে ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান। ২০ নভেম্বর সমাবেশ হওয়ার কথা থাকলেও এইচএসসি পরীক্ষার কারণে সিলেট মহানগর পুলিশ আলিয়া মাদ্ররাসা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে।
জেলা বিএনপির নেতারা জানান, সিলেট আলিয়া মাদরাসা মাঠে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ করতে চায় বিএনপি। অনুষ্ঠানে প্রায় সাড়ে চার লাখ লোকের উপস্থিতি থাকবে বলে তাদের আশা। সমাবেশ নিয়ে জটিলতা এড়াতে পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করে একদিন আগে অর্থাৎ ১৯ নভেম্বর ঘোষণা করা হয়েছে। পুলিশের বিজ্ঞপ্তির পর সমাবেশের স্থান নিয়ে শঙ্কা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেয় দল।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের অন্যান্য বিভাগের মতো সব বাধা উপেক্ষা করে সিলেটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সাড়ে চার লাখের বেশি মানুষ উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি। ২০ নভেম্বর সমাবেশ হওয়ার কথা থাকলেও পরীক্ষার্থীদের অসুবিধা হবে ভেবে তারিখ পরিবর্তন করে ১৯ নভেম্বর এটি নির্ধারণ করা হয়েছে।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে কেন্দ্রের নির্দেশে আগামী ২০ নভেম্বর সিলেটে বিভাগীয় সমাবেশ করার কথা ছিল বিএনপির। সমাবেশ ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতিও। এরই মধ্যে সিলেটের বিভিন্ন স্থানে গণসংযোগ, লিফলেট বিতরণ ও সভা করেছে সিলেট বিএনপি। এসব কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
এসএন