দিনাজপুরে অর্ধকোটি টাকার নিষিদ্ধ ট্যাবলেটসহ আটক ২
অর্ধকোটি টাকার নিষিদ্ধ ট্যাবলেটসহ আটক ২। ছবি: সংগৃহীত
দিনাজপুরের ঘোড়াঘাটে ২২ হাজার পিস নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত এসব ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা।
আটককৃতরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত (৩৭) ও দিনাজপুরের জেলার ঘোড়াঘাট উপজেলার মিতালী গুচ্ছগ্রামের সেকেন্দার আলীর ছেলে আখিনুর মিয়া (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার সময় মাদকদ্রব্য পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের কামদিয়া এলাকায় অভিযান চালান। এ সময় সেখানে সন্দেহভাজন একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ২২ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে আটক করে পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবত মাদকের জমজমাট ব্যবসা করে আসছে। তাদের নামে মামলা হয়েছে। আজ দুপুরে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।