শ্যালকের হাতে পিটুনি খেয়ে প্রাণ গেল দুলাভাইয়ের
পিটুনি। প্রতীকী ছবি
শ্যালকের হাতে পিটুনি খেয়ে রমজান আলী মুন্সী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের যাদুর বাজারের রামপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
রমজান আলী মুন্সী একই গ্রামের মৃত সদল আলী মুন্সীর ছেলে। স্থানীয়রা জানায়, রমজান আলী মুন্সী প্রতিবেশীর জমিতে হালচাষের জন্য যান। এ সময় তার শ্যালক শফিকুল ইসলাম ও শহিদুল ইসলাম জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে মারধর করেন। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা রমজানকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে স্থানীয় এক চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, খবর পেয়ে পুলিশেরে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থান পরিদর্শন করা হয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মরগের পাঠানো হয়েছে।