চুরির গরুর মাংস ৫০০ টাকা কেজি দরে বিক্রি, অবশেষে ধরা...
আটক দুই গরু চোর: নিজস্ব ছবি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের ধরা-ছোঁয়ার বাহিরে চলে গেছে গরুর মাংসের দাম। সাধারণত প্রতি কেজি গরুর মাংস কিনতে বর্তমানে খরচ করতে হয় ৭০০-৮০০ টাকা। তবে ভিন্ন রকম এক নজির গড়েছেন চর রাজিবপুরের দুই মাংস বিক্রেতা খোকন (৩৫) ও রাসেল (২৫)। তারা প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকায় বিক্রি করে কুড়িয়েছেন সাধারণ মানুষের প্রশংসা।
প্রথম দিকে এতো কম দামে গরুর মাংস বিক্রির ব্যাপারটি ভালোভাবে মেনে নিতে পারেনি এলাকাবাসী। সকলের মনেই দানা বেধেছিল সন্দেহ। তবে সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই গরুর মাংস বিক্রি করায় সুনাম ও কুড়িয়েছেন। তবে মোমবাতির নিচের আধারের মতোই জানা গেলো তার এই মানবিকতার আড়ালে লুকিয়ে থাকা এক চুরির গল্প।
বুধবার (০১ নভেম্বর) ভোর রাতে রাজিবপুরের মদনের চর এলাকার ফাটকপাড়া গ্রামের এক বাড়িতে গরু চুরি হয়। বাড়ির লোকজন টের পেয়ে এলাকাবাসীকে জানালে সকলে খোঁজাখুঁজি শুরু করে। একটা সময় গ্রামের পাশে এক নদীর পাড়ে দুজনকে গরু জবাইয়ের সরঞ্জামসহ হাতেনাতে ধরে ফেলেন উপস্থিত জনতা। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে সঠিক কোনো উত্তর দিতে না পারলে চোর সন্দেহে বাড়িতে নিয়ে আসা হয়। এসময় গ্রাম পুলিশের সহায়তায় তাদের আটক করে থানায় খবর দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী ঢাকাপ্রকাশকে জানান, পাশের বাড়িতে হইচই হচ্ছে শুনে বাড়ি থেকে বের হয়ে এসে দেখি দুইজন গরু চোরকে আটক করা হয়ে। পরে জানতে পারি তারা চুরি করা গরু জবাই করে বাজারে যে দামে মাংস বিক্রি হয় তার থেকে কম দামে বিক্রি করতো।
এ বিষয়ে জানতে চাইলে রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম ঢাকাপ্রকাশকে বলেন, গ্রাম পুলিশের মাধ্যমে থানায় চুরির সংবাদ পাই। পরে সেখানে পুলিশ পাঠিয়ে খোকন (৩৫) ও রাসেল (২৫) নামে দুজন গরু চোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি তারা স্বীকার করেছে। বর্তমানে তাদের বিরুদ্ধে চুরির মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভিডিও: https://www.facebook.com/dhakaprokash24/videos/1772893219839580