কর্মকর্তাদের ম্যানেজ করে রাতেই চলে রাস্তা সংস্কারের কাজ
কর্মকর্তাদের ম্যানেজ করে সন্ধ্যার পর শুরু হয় রাস্তা সংস্কারের প্রাইম কোর্ডের কাজ। যদিও নিয়ম অনুযায়ী রাতের বেলা কোন কাজ করার নিয়ম নেই। অথচ এ নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সংশ্লিষ্ট কাজের ঠিকাদার সরকারদলীয় এক নেতা উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম ও ওই কাজের তদারকি কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী জীবন কুমারকে ম্যানেজ করে রাতেই অন্ধকারে প্রাইম কোর্ডের কাজ করেন। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের জনবহুল এলাকা হ্যালিপ্যাড সড়কে।
রবিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া গেছে। এসময় দেখা গেছে, রাতের আঁধারে শুরু করেছেন রাস্তা সংস্কারের নামের প্রাইম কোর্ডের কাজ। প্রাইম কোর্ড শেষে শুরু করবেন কার্পেটিং এর কাজ। বুড়িরবাজার থেকে হ্যালিপ্যাড গামী রাস্তার প্রায় অর্ধেক রাস্তায় প্রাইম কোর্ডের কাজ শেষ পর্যায়ে।
অবশেষে এলাকাবাসীর বাঁধার মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছেন। তবে ইতোমধ্যে বেশীরভাগ রাস্তার কাজের প্রাইম কোর্ড সম্পন্ন করেছেন ঠিকাদারদের লোকজন। জানা গেছে, নিয়ম অনুযায়ী রাতে কোন কাজ করার নিয়ম নেই। তবে সংশ্লিষ্ট কাজের ঠিকাদারের লোকজন দাবী করে বলেন, অফিসকে জানিয়ে কাজ শুরু করা হয়েছে। এর বাহিরে তিনি কোন কথা বলতে রাজি হননি।
এদিকে হ্যালিপ্যাড এলাকার বাসিন্দা আলম মিয়া ও টিএন্ডটি পাড়ার বাসিন্দা মন্টু মিয়া অভিযোগ করে বলেন, কাজের মান সঠাক না করতে অফিসের কর্মকর্তাদের ম্যানেজ করে রাতেই প্রাইম কোর্ডের কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট কাজের ঠিকাদার।
সংশ্লিষ্ট কাজের তদারকি কর্মকর্তা ও আদিতমারী উপজেলা প্রকৌশলী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী জীবন কুমার বলেন, রাতে কাজ করার কোন অনুমতি দেওয়া হয়নি। তিনি বিষয়টি দেখছেন বলে ঢাকা প্রকাশের প্রতিনিধিকে জানান।
এর কিছুক্ষণ পর কাজ চলমান থাকলেও প্রতিনিধি একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। সংশ্লিষ্ট কাজের ঠিকাদার শাখোয়াত হোসেনের মোবাইল ফোনে রবিবার রাতে একাধিকবার ফোন দিলেও তিনিও ফোন রিসিভ করেননি।
এদিকে আদিতমারী উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম মোবাইল ফোনে জানান, রাতে রাস্তা সংস্কারের কাজের কোন নিয়ম নেই। তিনি, বিষয়টি দেখবেন বলে এড়িয়ে যান। এরপর একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ করেননি তিনি।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি,আর সারোয়ার বলেন, রাতে কোন কাজ করার নিয়ম নেই। তারপরেও কাজ কেন করছেন বিষয়টি তিনি দেখবেন। এর পর সকালে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি,আর সারোয়ার ওই রাস্তা পরিদর্শনে করেন।
এএজেড