প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে হাততালি কর্মসূচি

ডিজিটাল নিরাপত্তা আইন, র্যাবের হেফাজতে জেসমিন হত্যা, সাংবাদিক হয়রানি ও গ্রেপ্তার, দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে রংপুরবাসীর ব্যানারে হাততালি কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) বিকেলে রংপুর টাউন হল চত্তরে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, গণসংহতি আন্দোলন রংপুরের আহ্বায়ক তৌহিদুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজু বাঙালী, শিক্ষক, সংগঠক ও সাংস্কৃতিক কর্মী চিনু কবির, বাংলাদেশ কৃষক মজুর সংহতির তথ্য ও গবেষণা সম্পাদক প্রত্যয়ী মিজান, আর্ন্তজাতিক আইন সহায়তা ফাউন্ডেশনের আইন সম্পাদক রেদওয়ান ফেরদৌসসহ অনেকে।
বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে দেশে দুঃশাসন বেড়েই চলেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। মানুষের বাক স্বাধীনতা নেই। সরকারের বিরুদ্ধে কিছু লিখলেই ডিজিটাল নিরাপত্তা আইনের তাদের জেলে পুরে দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী দেশের রক্ষক হলেও তাদের হেফজাতে থাকা মানুষেরা মৃত্যুবরণ করছে।
সরকারের দূর্নীতির কারণে বাজার লাগামহীন হয়ে পড়েছে। ফলে স্বল্প আয়ের মানুষেরা তিন বেলা খেতে পারছে না। দেশে অস্থিতিশীল পরিবেশ বিরাজের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে হাততালি দিয়ে কর্মসূচি পালন করেন।
এএজেড
