আদালতে পিপির উপর হামলায় দুই আইনজীবীকে নোটিশ

রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে যৌতুক মামলায় শুনানীর সময় সরকার পক্ষে আপত্তি উত্থাপন করার ঘটনাকে কেন্দ্র করে নারী ও শিশু নির্যাতন দমন আদালত ২ এর বিশেষ পিপি উপর হামলা করেছে দুই আইনজীবী। নারী ও শিশু নির্যাতন দমন আদালত ২ এর বিশেষ পিপি জাহাঙ্গীর হোসেন তুহিন এ্যাডভোকেটের উপর হামলা চালিয়ে আহত করা ঘটনায় দুই আইনজীবীকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নাটিশ দিয়েছে রংপুর আইনজীবী সমিতি।
সোমবার তাদের নোটিশ প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক এ্যাডভোকেট। তিনি জানান রবিবার সমিতির জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নোটিশ দেওয়া হয়েছে। এঘটনায় পিপি তুহিন দুই আইনজীবীর নাম উল্লেখ করে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন।
বিবাদীরা হলেন জাহিদুর রহমান পলাশ এ্যাডভোকেট ও মানিক এ্যাডভোকেট। সেই সঙ্গে বিচার দাবি করে রংপুর আইনজীবী সমিতির কাছে লিখিত অভিযোগ করায় জরুরী সভা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রংপুর আইনজীবী সমিতির সভাপতি সভাপতি জানিয়েছেন। এদিকে বিশেষ পিপি তুহিনকে ঘুষি মেরে ফেলে দেওয়া ও আক্রমন করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় আদালত পাড়ায় তোলপাড় শুরু হয়েছে।
প্রত্যাক্ষদর্শী, পুলিশ ও আইনজীবী সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রংপুরের নারী ও শিশু নির্যাতন আদালত ২ এ, একটি যৌতুক মামলার শুনানী চলাকালে বিচারকের কাছে সরকার পক্ষে আপত্তি করেন ওই আদালতের বিশেষ পিপি তুহিন। এই মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন জাহিদুর রহমান পলাশ এ্যাডভোকেট।
এতে আসামী পক্ষের আইনজীবী ক্ষুব্ধ হয়ে বৃহসপতিবার দুপুরে বিশেষ পিপি তুহিনের চেম্বারে কয়েকজন আইনজীবীসহ সেখানে যান প্রথমে দুপক্ষের মধ্যে বাক বিতন্ডা ও কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে পিপি তুহিন তার চেম্বার থেকে বের হয়ে বারান্দায় আসলে তার উপর হামলা চালিয়ে ঘুষি ও মারধর করে আহত করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে সাধারণ আইনজীবীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাকে কেন্দ্র করে আদালত পাড়ায় তোলপাড় শুরু হয়।
এ ব্যাপারে আহত বিশেষ পিপি জাহাঙ্গীর হোসেন তুহিনের সঙ্গে যোগাযোগ করো হলে তিনি জুনিয়র আইনজীবী পলাশের নেতৃত্বে কয়েকজন আইনজীবী তার উপর হামলা চালিয়ে মারধর ও আহত করার অভিযোগ করে বলেন, এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। সেই সাথে আইনজীবী সমিতির কাছে লিখিত অভিযোগ করে বিচার দাবি করেছেন।
অভিযুক্ত দুই আইনজীবী পলাশ ও মানিকের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি।
রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানার (ওসি) তদন্ত হোসেন আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দুই আইনজীবী পলাশ ও মানিকের নামসহ অজ্ঞাত নামা আরও কয়েকজনকে উল্লেখ করে সরকারী কাজে বাঁধা প্রদান ও হামলা করে আহত করাসহ বিভিন্ন অভিযোগে আইনজীবী তুহিন মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এএজেড
