'আল্লাহ্ রে আমার সব শেষ হইয়া গেল'

হেদুনকাই (সেদিন) আমার সব কিছু ছিল। হঠাৎ হেরা (তারা) আইয়া (এসে) আমার সব কিছু শেস (শেষ) কইরা দিছে। পইলা (প্রথমে) হেরা লুটপাট করছে। বাদে (পরে) জালায়া দিছে আমরা বাড়ি ঘর। পরনের কাপড় ছাড়া আর কিছুই বাচাঁইতে পারিনাই। গরের (ঘরের) হাড়ি পাতিল সব লইয়া গেছে। এহন যামু কই, কই থাকমু, কি খামু। এভাবেই আর্তনাদ করে সেদিনের (গত শুক্রবারের) হামলা, লুটপাট আর অগ্নিসংযোগের বর্ণনা দিচ্ছিলেন পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ফুলতলা এলাকার বৃদ্ধা সুফিয়া খাতুন (৬২)।
তিনি আরো বলেন, আমার ছুড (ছোট) ছেলে সজিব বালির ব্যবসা করতো। তার ব্যবসার টেকা হেরা লইয়া গেছে। আমার বাড়ির চাইড্ডা (চারটা) গর (ঘর) ছিল। এহন রাইত থাকার মত কিছুই নাই। মাইনষের (মানুষের) বাইত্তে (বাড়িতে) ঘুমাই। অনেক হিন্দু, মুসলমান প্রতিবেশি আমরারে (আমাদের) কাওন (খাওয়া) দিছে। এইবা (এভাবে) বাইচ্চা (বেচেঁ) রইছি। আমরা অহন (এখন) কিবাই (কিভাবে) চলমু (চলবো)।
সুফিয়া বেগমের ছোট ছেলে সজিব বলেন, হামরাকারীরা অনেকে অচেনা। তাদের কাউকে আমরা চিনিনা। তারা এসে প্রথমে হামলা করে। তখন আমরা বাড়ি ছেড়ে পালিয়ে যাই। পরে তারা আমাদের সব মালামাল লুটপাট করে অগ্নিসংযোগ করে। আমরা ব্যবসার কাজে রাখা টাকাও সব শেষ। কিছুই নেই আমাদের। আমরা নিঃস্ব হয়ে গেছি।
আহমদিয়া মুসলিম জামাতের বহি:সম্পর্ক, গণযোগাযোগ ও মিডিয়া বিভাগের সম্পাদক আহমদ তবশের চৌধুরী বলেন, হামলাকারীরা আমাদের ১৭৯টি বাড়িতে হামলা-ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। এতে প্রতিটি বাড়ির সব শেষ হয়ে গেছে। কেউই কিছুই বাচাঁতে পারেনি। আমরা মোট ক্ষতির পরিমাণ নিরুপণ করছি। আমরা এখানে শান্তিপূর্ণভাবে থাকতে চাই। ধর্মীয় ইবাদত বন্দেগী পালন করতে চাই।
এদিকে সোমবার দুপুরে আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর খোঁজ খবর নিতে যান রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এসময় তিনি প্রতিটি পরিবারের জন্য নগদ ১ হাজার করে টাকা, ৩০ কেজি করে চাল, একটি করে শাড়ি, লুঙ্গি ও কম্বল বিতরণ করেন।
এসময় মন্ত্রী বলেন, তৌহিদী জনতার নামে বিএনপি জামাতের লোকজন এখানে এসে হামরা করে লুটপাট করে অগ্নিসংযোগ করেছে। এদের কাজ তাই। এরা আন্দোলনের নামে মানুষের ক্ষতি সাধন করে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এখানে এসেছি। আমরা সব সময় ক্ষতিগ্রস্থদের পাশে আছি। তাদের নিরাপত্তা দেয়ার দ্বায়িত্ব সরকারের। এখানে প্রশাসনের কোন গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এএজেড
