বুধবার, ১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ডিম-ব্রয়লারে আগুন, বেড়েছে আদা-রসুনের দামও

রোজা আসতে এখনো এক মাস বাকি থাকলেও নীলফামারীর বাজারগুলোতে বেড়েছে বেশিরভাগ নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে কাঁচাবাজারের প্রায় সব পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে ব্রয়লার মুরগি, সোনালি মুরগি ও ডিমের দাম হু হু করে বেড়েছে। দাম বেড়েছে রসুন, আদা, মরিচের।

প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৪০ টাকা দরে। পটলের কেজি ১০০ টাকা ও প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এক সপ্তাহ আগেও কেজিপ্রতি রসুনের দর ছিল ৬০ টাকা। এদিকে প্রতি হালি ফার্মের মুরগির ডিম ৪৫ টাকা, দেশি ডিম ৭০ টাকা ও হাঁসের ডিম বিক্রি হচ্ছে হালি প্রতি ৮০ টাকা দরে। জেলার প্রায় সবকটি হাটবাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। দাম বেড়েছে সব ধরনের মসলার। জিরা বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে।

ভ্যানচালক বাতেন বলেন, আমাদের মতো খেটে খাওয়া মানুষজন ডিমকেই মাংসের সঙ্গে তুলনা করি। অথচ ডিমের যে দাম আমাদের পক্ষে কেনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

রশিদ নামে এক রিকশাচালক বলেন, বড় ঈদের পর থেকে গরুর মাংস খাওয়া বাদ দিতে হয়েছে দামের কারণে। মাঝে মাঝে ব্রয়লার মুরগি ও ডিম নিয়ে যেতাম। এখন ব্রয়লার মুরগির যে দাম ৭ দিনে একবারও ব্রয়লার মুরগি কিনতে পারিনি। ব্রয়লার মুরগির পাশাপাশি ডিমের দামও বেড়ে যাওযায় তাও খাওয়া বাদ দিতে হচ্ছে।

লতিফ নামে এক ক্রেতা জানান, এক সপ্তাহ আগেও ব্রয়লার মুরগি ১৬০ টাকা কেজি করে কিনেছি। আজ বাজারে ২২০ টাকা করে বিক্রি হচ্ছে। তাই মুরগি না কিনে খালি হাতেই বাড়ি যেতে হচ্ছে।

রাজ্জাক নামে এ ক্রেতা বলেন, ফুলকপি ও বাঁধাকপি ছাড়া সব সবজির দাম বেড়েছে। পটল, করলা কিনতে হচ্ছে ১০০ টাকার উপরে। বেড়েছে সকল মসলার দাম। জিরার দাম আকাশ ছোঁয়া এ ছাড়া বেড়েছে এলাচ, লবঙ্গ ও দারুচিনির দামও।

সুমন নামে আরেক ক্রেতা বলেন, গত দুই সপ্তাহ থেকে বাড়তি দামেই বাজার করতে হচ্ছে। এখানে কোনো জিনিসের দাম বাড়লে আর কখনো কমে না।

ব্যবসায়ীরা জানিয়েছেন, তেলের দাম বাড়ার পর পরই বেড়ে গিয়েছিল ডিম ও মুরগির দাম। তবে বাজার মনিটরিং করার ফলে এক সপ্তাহের মধ্যেই দাম কমে গিয়েছিল। হঠাৎ করে দুই সপ্তাহ থেকে আবারও বাড়তে শুরু করেছে ডিম ও মুরগির দাম। বর্তমানে ব্রয়লার মুরগি ২৩০ টাকা, সোনালি মুরগি ৩২০ টাকা ও দেশি মুরগি ৪৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগেও ব্রয়লার মুরগি বিক্রি হতো ১৫০ টাকা, সোনালি মুরগি ২৩০ টাকা ও দেশি মুরগি বিক্রি হতো ৩২০ টাকা দরে। বাজারে ব্রয়লারের মাংস বিক্রি হচ্ছে ৩২০ টাকা দরে। দাম অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় অনেকেই দাম শুনেই পণ্য না কিনে চলে যাচ্ছে। দাম বাড়ার কারণে বিক্রিও অনেক কমে গেছে।

সবুজ নামে এক বিক্রেতা জানান, দাম বাড়ার কারণে কমে গেছে মুরগির বিক্রি। দিনে যেখানে দুই মনেরও বেশি মুরগি বিক্রি করতাম, দাম বাড়ার কারণ এখন দিনে ৩০ কেজির মতো মুরগি বিক্রি হয়। তা ছাড়া নিম্ন আয়ের মানুষ ব্রয়লার মুরগি কিনত। দাম বাড়ার কারণে ব্রয়লার বিক্রি অর্ধেকে নেমেছে। এদিকে মাছের বাজারও ঊর্ধ্বমুখী। দেশি মাছের দাম আকাশ ছোঁয়া।

দেশি মাছ ৬০০ টাকার নিচে কেজিতে পাওয়া যায় না। আর কিছুদিন পরেই রমজান মাস আর এই মাস সামনে রেখে অনেক ব্যবসয়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়িয়ে দেন। তাই ক্রেতারা দাবি করেছেন এখন থেকেই যদি বাজার মনিটরিং করা যায় তবে কিছুটা হলেও স্বস্তি ফিরবে জনমনে।

মুরগি বিক্রেতা মাহবুব জানান, সরবরাহ কম থাকায় দাম বেশি। তা ছাড়া কাজী ফার্মের মুরগি না ছাড়ার কারণেও ব্রয়লার মুরগির দাম বেড়ে গেছে।

ডিম ব্যবসায়ী লেমন জানান, প্রতি হালি ডিম কিনতে হয় ডিলারের কাছ থেকে ৪৩ টাকায়। তা ছাড়া অনেক ডিম ভেঙে যায় সেসব ডিম কম দামে বিক্রি করতে হয়। ফলে ৪৫ টাকা হালিতে ডিম বিক্রি করলেও লাভ থাকে না।

নীরফামারী জেলা ভোক্তা অধিকারের পরিচালক সামসুল আলম জানান, প্রতিদিনই বাজার মনিটরিং করা হচ্ছে। সমন্বয় কমিটির মিটিংয়ে বাজার নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এসএন

Header Ad
Header Ad

পাবনা-১ আসনে জামায়াতের প্রার্থী নিজামীপুত্র মোমেন, বাদ পড়লেন ডা. বাসেত

ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। ছবি: সংগৃহীত

অবশেষে পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) সকালে উপজেলা জামায়াতের কার্যালয়ে এক বিশেষ সভায় এ প্রার্থী নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

আগে এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে বেড়া উপজেলা জামায়াতের আমির ডা. আব্দুল বাতেন খানকে ঘোষণা করা হয়েছিল। তবে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাতের পর এই আসনে প্রার্থী হিসেবে প্রথমে মোমেনকেই প্রস্তাব করা হয়েছিল। পরে নানা কারণে আব্দুল বাসেত খানকে প্রার্থী করা হলেও আবারও মোমেনের নাম ঘোষণা করা হলো।

রফিকুল ইসলাম খান সাংবাদিকদের জানান, “মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুর পর তার পরিবারের কেউ দেশে থাকতে পারেননি, তাই এই আসনে প্রার্থী হিসেবে আব্দুল বাসেত খানকে মনোনীত করা হয়েছিল। তবে এখন দলের ভবিষ্যতের জন্য প্রার্থী হিসেবে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকেই চূড়ান্ত করা হয়েছে।”

এদিকে, জামায়াতে ইসলামীর এই নতুন সিদ্ধান্তের ফলে পাবনা-১ আসনে দলের প্রার্থী নিয়ে যেসব ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল তা পরিষ্কার হলো।

ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ২০১০ সালে ঢাকা জজ কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং পরবর্তীতে ২০১৩ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০১৬ সালে তার বাবা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর তিনি রাজনৈতিক চাপের কারণে দেশত্যাগ করেন এবং লন্ডনে বসবাস শুরু করেন।

এছাড়া, মোমেনের পরিবারে রয়েছে তার ৫ ভাই-বোন, যেখানে বড় ভাই ড. নাকিবুর রহমান যুক্তরাষ্ট্রের একজন অধ্যাপক, আর মোমেনের জমজ ভাই ডা. নাঈম খালেদ যুক্তরাজ্যে চিকিৎসক হিসেবে কর্মরত।

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ভাঙচুর, ভারত ও মোদিকে গালি!

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে অবস্থিত শ্রী স্বামীনারায়ণ মন্দিরে এই সপ্তাহে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। মন্দিরের দেয়ালে গ্রাফিতি করে লেখা হয় ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ঘৃণাত্মক বার্তা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত রোববার (৯ মার্চ) সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে হিন্দু মন্দিরে ভাঙচুরের এবং চরম বর্বরতার খবর পেয়েছি। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। নেপথ্যে এই ঘটনার সঙ্গে জড়িত যারা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি স্থানীয় প্রশাসনকে। এই মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার আবেদন জানাচ্ছি।’

এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে এদিন বিএপিএস পাবলিক অ্যাফেয়ারস জানায়, ‘আরেকটি মন্দিরে অপবিত্রতা ছড়ানো হলো। ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে হিন্দু সম্প্রদায়ের প্রতি এই ঘৃণা প্রদর্শনের চরম বিরোধিতা করছি। চিনো হিলস এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মাটিতে হিন্দু সম্প্রদায়ের প্রতি এই ঘৃণাকে আমরা কখনোই শিকড়ে গাঁথতে দেব না।’

এতে আরও বলা হয়েছে, ‘আমাদের সাধারণ মানবিকতা, বিশ্বাস নিশ্চিত করবে যাতে শান্তি-করুণা বিরাজ করতে পারে সর্বত্র।’ যদিও এখনও পর্যন্ত চিনো হিলস পুলিশ প্রশাসন এই ঘটনার বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি।

 

এর আগে, গত বছর সেপ্টেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার স্যাক্রেমেন্টোতেও একই ঘটনা ঘটেছিল। মন্দিরের গায়ে ঘৃণাসূচক মন্তব্য লিখে রাখা হয়েছিল। বার্তা লেখা ছিল, ‘হিন্দুজ গো ব্যাক’।

Header Ad
Header Ad

শুক্রবার এক লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন ড. ইউনূস ও গুতেরেস

শুক্রবার এক লাখ রোহিঙ্গার সাথে ইফতারে করবেন ড. ইউনূস ও গুতেরেস। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় তিনি বাংলাদেশে পৌঁছাবেন। শুক্রবার (১৪ মার্চ) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং সেখানে এক লাখ রোহিঙ্গার সাথে ইফতারে অংশ নেবেন।

বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তার বক্তব্য অনুযায়ী, জাতিসংঘ মহাসচিব তিন দিনের এই সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন।

১৪ মার্চ সকালে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা ও উচ্চ প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন গুতেরেস। পরে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করবেন। উভয়ে একসঙ্গে কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন এবং সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন।

কক্সবাজার সফরের সময় ড. মুহাম্মদ ইউনূস মডেল মসজিদ উদ্বোধন করবেন। এছাড়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা বৃদ্ধি এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের রাখাইন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার বিষয়টি আলোচনা করবেন গুতেরেস ও ইউনূস।

প্রেস সচিব জানান, রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে আরও গুরুত্বের সাথে তুলে ধরতে কাজ করছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। গুতেরেসের সফরের মাধ্যমে রোহিঙ্গাদের মানবিক সহায়তা বৃদ্ধির আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালে রোহিঙ্গা সংকটের সময়ও বাংলাদেশ সফর করেছিলেন আন্তোনিও গুতেরেস। এটি তার দ্বিতীয় সফর। সফরের অংশ হিসেবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক ও একটি প্রেস ব্রিফিংয়ের পরিকল্পনা রয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পাবনা-১ আসনে জামায়াতের প্রার্থী নিজামীপুত্র মোমেন, বাদ পড়লেন ডা. বাসেত
যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ভাঙচুর, ভারত ও মোদিকে গালি!
শুক্রবার এক লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন ড. ইউনূস ও গুতেরেস
কুবি শিক্ষকের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, পরীক্ষা স্থগিত
লাকিকে গ্রেফতারসহ পাঁচ দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের মানববন্ধন
দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিল
সারাদেশে বৃহস্পতিবার ২ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা
আম্মার ভয়ে প্রেম করিনি, এখন আম্মাই বলে, তুমি খুঁজে আনো
টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ: ১ লাখ টাকায় সালিশের রায়, অভিযুক্ত গ্রেফতার
শেখ হাসিনা-ইমরান এইচ সরকারসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন
ধর্ষণচেষ্টার কারণে হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে খুন: পুলিশ
বাম্পার ফলনেও লোকসানের মুখে আলুচাষীরা
জাতীয় নাগরিক পার্টি নির্বাচন বিলম্ব করতে গোলমাল করছে: জয়নুল আবদিন ফারুক
যমুনায় যাওয়ার চেষ্টা, শিক্ষকদের ওপর পুলিশের জলকামান-লাঠিচার্জ
পাঁচ দফা দাবিতে দেশজুড়ে ধর্মঘটে চিকিৎসকরা, রোগীদের ভোগান্তি
৩ দিন পর গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ
নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আতিকুল-মহিবুল
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর অনেক এলাকায়
এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে 'ডাক্তার' লেখা যাবে না: হাইকোর্ট