চিলমারী প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামের চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে চিলমারী প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে শেষ হয়। সেখানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চিলমারী প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম সাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহিন।
বিশেষ অতিথি হিসেবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মুশাহেদ খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম উপস্থিত ছিলেন।
আরও বক্তব্য রাখেন, ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি জয়নাল আবেদীন, সাংবাদিক নাজমুল হুদা পারভেজ, শ্যামল কুমার বম্মন, আবু জেয়াদ আজাদ বিল্পব, সফল উদ্যোক্তা মো: গোলাম মাহাবুব বিপ্লব প্রমুখ।
এএজেড
