হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত!

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাবুল হোসেন বাবু (২৪) নামে এক বাংলাদেশি যুবক মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটিকে ঘিরে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ জন্য ঘটনাস্থলে বিজিবি ও বিএসএফের বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ২৫ নম্বর সাবপিলার সংলগ্ন ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত সাহাবুল হোসেন হিলির ফকিরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল সন্ধ্যার দিকে সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ওই যুবক বাংলাদেশে আসার চেষ্টা করছিল। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে।
নিহত সাহাবুল ইসলামের স্ত্রী বাবলী আক্তার বলেন,বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়ের জন্য খাবার আনতে সাহাবুল ইসলাম বাড়ির বাইরে যান। এরপর আর ফেরেননি। আজ (শুক্রবার) সন্ধ্যায় পাড়ার লোকজনের মুখে শুনতেছি, আমার স্বামীকে নাকি বিএসএফ গুলি করে মেরে ফেলছে।
এ ব্যাপারে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, হিলি সীমান্তের ভারত অভ্যন্তরে একজন হত্যার ঘটনার কথা শুনেছি। সে বাংলাদেশি না ভারতীয় সেটি এখনও নিশ্চিত হতে পারিনি।
এসআইএইচ
