নারী কেলেঙ্কারির অভিযোগে পুলিশ কনেস্টবল ক্লোজড

পঞ্চগড়ের বোদা উপজেলায় নারী কেলেঙ্কারির অভিযোগে শেখ রেজোয়ান আহম্মেদ (৩৫) নামে এক পুলিশ সদস্যকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার গভীর রাতে বোদা পৌরসভার নগর কুমারী গরুর হাট এলাকায় তাকে আটক করে স্থানীয়রা। পরে শুক্রবার সকালে তাকে বোদা থানা পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় ওই পুলিশ সদস্যকে শুক্রবার বিকেলে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় চন্দ্র রায়। এদিকে এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর পরিবারের পক্ষ থেকে পুলিশ সদস্যর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আটক হওয়া পুলিশ সদস্য শেখ রেজোয়ান আহম্মেদের বাড়ি নীলফামারী জেলার সদর উপজেলায়। তিনি ওই উপজেলার শেখ শহিদার রহমানের ছেলে। পুলিশ ও ওই নারীর পরিবার সূত্রে জানা যায়, বোদা থানা এলাকায় দীর্ঘদিন ধরে চায়ের দোকান করতেন বোদা পৌরসভার নগর কুমারী গরুর হাট এলাকার এক গৃহবধূ (২৮)। সে সুবাদে ১ বছর আগে পুলিশ সদস্য শেখ রেজোয়ান আহম্মেদের সঙ্গে পরিচয় হয় তার। পরে ওই গৃহবধূর সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করেন রেজোয়ান।
এরপরে গত বৃহস্পতিবার গভীর রাতে ওই গৃহবধূর সাথে দেখা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হন তিনি। পরে শুক্রবার সকালে তাকে বোদা থানা পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। এ ঘটনায় শুক্রবার বিকেলে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
ভূক্তভোগী গৃহবধূ বলেন, রেজোয়ান আমাকে অনেক দিন ধরে বিরক্ত করতা। এক পর্যায়ে তার সাথে কিভাবে যেন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি। সে আমাকে বিয়ের করবে বলে কথা দেয়। বৃহস্পতিবার রাতে সে আমার স্বামীর বাসায় আমার সাথে দেখা করতে যায়। পরে স্থানীয়রা তাকে আটক করেছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, আমরা ভূক্তভোগী গৃহবধূর সাথে কথা বলেছি। তার অভিযোগ শুনেছি। এরই প্রেক্ষিতে ওই পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। অভিযোগ প্রমাণিত হলে পুলিশ সদস্যকে অবশ্যই বিভাগীয় আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। তবে ওই ভূক্তভোগী গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এএজেড
