লালমনিরহাটে পারিবারিক কলহের জেরে বৃদ্ধা নিহত

লালমনিরহাটের আদিতমারীতে পারিবারিক কলহের জেরে জাহানারা বেগম (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মতিয়ার রহমানকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সারপুকুর তেলিটারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহানারা ওই এলাকার মতিয়ার রহমান কাছুর (৬০) স্ত্রী।
এলাকাবাসী জানান, ওই দিন খুব ভোরে স্বামী-স্ত্রীর মাঝে তামাক রোদে শুকাতে দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে স্ত্রীকে মারধর করেন স্বামী। পরে সেখানেই তার মৃত্যু হয়।
নিহতের পরিবার জানান, সকালে তামাক রোদে শুকাতে দেওয়াকে কেন্দ্র করে তার মা-বাবার কথা কাটাকাটি হয়েছিল। পরে তার মা বাড়ির বাইরে বের হয়। কিন্তু কিছুক্ষণ পর তারা জানতে পারেন তাদের মা জাহানারা বেগম মারা গেছেন।
স্থানীয় বাসিন্দা রাজু মিয়া জানান, শুনলাম তামাক শুকানোকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। সেই সময় স্ত্রী স্বামীকে আঙ্গুল তুলে কথা বলায় স্বামী তাকে থাপ্পড় দিলে অন্যত্রে সরে যায় স্ত্রী। এর কিছুক্ষণ পর ওই মহিলা মারা যান। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে আদিতমারী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান,খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মতিয়ার রহমানকে আটক করা হয়েছে।
এসআইএইচ
