হিলিতে সরকারি দামে মিলছে না এলপিজি গ্যাস সিলিন্ডার

সরবরাহ কমের অজুহাত দেখিয়ে দিনাজপুরের হিলিতে অধিকাংশ দোকানে এলপিজি গ্যাসের সরকারি নতুন দাম নির্ধারণ করলেও সেই দামে মিলছে না তরলকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজি সিলিন্ডার। বর্তমানে নির্ধারিত দামের চেয়ে প্রতি সিলিন্ডার ২৮০-৩০০ টাকা বাড়তি দামে বিক্রি করা হচ্ছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিআরসি) নতুন দাম নির্ধারণ করে ২ ফেব্রুয়ারি। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বাড়িয়ে ১৪৯৮ টাকা করা হয় । কিন্তু হিলিতে প্রতিটি সিলিন্ডার ১৫৫০ থেকে ১৫৮০ টাকা ধরে বিক্রি করা হচ্ছে।
হিলি বাজারে খাবার হোটেল মালিক ইয়াকুব আলী বলেন,আমরা টিভিতে বা পত্রিকায় গ্যাসের মূল্য কম দেখলেও বাজারে বেশি দামে গ্যাস বিক্রি করছে দোকানিরা। এতে করে বিপাকে পড়তে হচ্ছে আমাদের। আমরা চাই যে সরকারি মূল্যে যেন গ্যাস বিক্রি করা হয়।
এদিকে হিলি বাজারের গ্যাস সিলিন্ডার বিক্রেতা ফারুক হোসেন বলেন,ডিলাররা আমাদের কাছে বেশি দামে গ্যাস সিলিন্ডার সরবারহ করছে। আমরা তো গ্যাসের দাম বাড়ানোর কেউ না। প্রতিটি সিলিন্ডার ১৫৫০ দরে বিক্রি করছি। এ ছাড়া আমাদের চাহিদা মতো আমরা গ্যাস পাচ্ছি না। আমরা গ্যাস বেশি দামে কিনতেছি এজন্য বেশি দামে গ্যাস বিক্রি করছি।
এ ব্যাপারে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন,সরকার নির্ধারিত দাম থেকেও যদি কেউ বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করেন বা অবৈধ মজুদ চেষ্টা করেন তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বা কারাদণ্ড দেওয়া হবে।
