মির্জা ফখরুলকে হেও করতেই প্রতিমা ভাংচুর: বুলু

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেয়প্রতিপন্ন করার জন্যই আওয়ামী লীগের লোকজন ঠাকুরগাঁওয়ের ১৪টি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছেন। হিন্দু সম্প্রদায়ের লোকজন আমাদের জানিয়েছেন স্থানীয় এক সংসদ সদস্য তাদের এক হাজার বিঘা দখল করে চা বাগান, আম বাগান ও মৎস খামার গড়ে তুলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
আজ বুধবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কমিটি একটি প্রতিনিধি দল জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সিন্দুর পিন্ডি এলাকাসহ ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রতিমা ভাংচুরে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা এ দেশের কল্যাণ চাই, এদেশের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করুক এটাই আমাদের চাওয়া। বাংলাদেশে ভোট কাকে বলে সাধারণ মানুষ তা ভুলে গেছে। বিএনপি ভোটের সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই। আজকে মন্দির ভাঙ্গা অন্যের উপর হামলা করা এগুলো সুস্পষ্ট ইঙ্গিত দেয় দেশটিকে অন্যদিকে ধাবিত করার জন্য। যাতে তাদের ব্যর্থতা, রাষ্ট্র পরিচালন, রাষ্ট্র লুণ্ঠ করে ১৪ বছরের ১৪লক্ষ কোটি টাকা বিভিন্ন দেশে পাচার করেছে।
বাংলাদেশের সকল ব্যাংক আজ খালি হয়ে গেছে, কোথাও কোন টাকা নেই। এই লুণ্ঠন থেকে দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর জন্য, রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা থাকার জন্য আজকে মন্দির ভাঙ্গে কালকে দেখা যাবে অগ্নি সংযোগ হয়েছে। এবং দেশের মানুষের দৃষ্টি অন্যদিকে করার জন্যই এই মন্দির ভাঙ্গা হয়েছে বলে আমরা মনে করি।
বিএনপি এই নেতা আরও বলেন, আমরা মন্দিরের প্রতিটি কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন মন্দির গুলো শত বছরের পুরনো। আমাদের বাপ দাদার আমলের এই মন্দির গুলোতে পূজা করে আসছি। কিন্তু এ পর্যন্ত কোনদিন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গভীর রাতে কারা মন্দিরের মূর্তি ভেঙেছে কেউ বলতে পারছে না। আর পুলিশও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। কারণ পুলিশ চলে এক ব্যাক্তির আঙ্গুলে ইশারায়। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার দাবি করছি।
অন্যদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের নেতারা হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে বিভক্ত করার চেষ্টা করছে। তারা চাই হিন্দু সমাজঐক্যবদ্ধ হয়ে তাদের ভোট দেউক। হিন্দু সম্প্রদায়ের লোকজনকে আওয়ামী লীগ ব্যবহার করে, তাদের সম্পদ লুট করে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর অত্যাচার শুরু হয়। তাদের দলের নেতাকর্মীরা এ সম্প্রদায়ের লোকজনদের দখল করে আম বাগান, চা বাগান, মৎস্য খামার তৈরী করেছে। তারা বিচার পায় না বলে অনেকেই দেশ ত্যাগ করেছেন।
এ সময় সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, সহসভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউনুস আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ প্রমুখ।
উল্লেখ্য, গেল রোববার ৫ ফেব্রুয়ারি ভোর রাতে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নে ৯টি, পাড়িয়ায় ৪টি ও চাড়োল ইউনিয়নে ১টিসহ বারটি মন্দিরের ১৪টি প্রতিমা ভাংচুর করে দূর্বৃত্তরা। এ ঘটনার পর থেকে ওই এলাকায় প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এএজেড
