হিলিতে রসুনের দাম বেড়েছে কেজিতে ৬০ টাকা

দুই সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে রসুনের দাম বেড়েছে কেজিতে ৬০ টাকা। আগে প্রতি কেজি রসুন বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০ টাকায়। বর্তমান দাম বেড়ে তা বিক্রি হচ্ছে কেজি ১৪০ থেকে ১৬০ টাকায়। রসুনের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্নয়ের মানুষ।
হিলি বাজারে রসুন কিনতে আসা শহীদুল হক বলেন,বাজারে কোনও পণ্যের দামের নিয়ন্ত্রণ নেই। যে যার মতো দাম বাড়াচ্ছে কয়েকদিন আগে রসুন কিনলাম ৮০ থেকে ১০০ টাকা কেজি। কয়েকদিনের ব্যবধানে সেই রসুনের দাম বেড়ে এখন কিনতে হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়। দিন দিন এতো দাম হলে আমরা সাধারণ মানুষ চলবো কেমন করে, দাম কমলে আমাদের অনেক সুবিধা হবে।
হিলি বাজারে রসুন কিনতে আসা আলামিন হোসেন বলেন, আমি বাজারে আসছি কিছু বাজার করতে এসে দেখি সব কিছুর দাম বেশি, বাসা থেকে যা টাকা নিয়ে আসছি তা শুধু কাঁচাবাজার কিনতে পেরেছে রসুনের দাম এতো বেড়ে যাবার করণে ২৫০ গ্রাম থেকে ৫০০ গ্রাম কিনতেছি, আগে যেখানে কিনতা ১থেকে ২ কেজি।
হিলি বাজারের রসুনবিক্রেতা তাহের আলী বলেন, দাম বাড়ার পেছনে আমাদের হাত নেই। মোকাম থেকে বাড়তি দামে রসুন কিনতে হচ্ছে। ফলে বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। যখন যে দামে কিনছি সেভাবে বিক্রি করছি। তবে ভারতীয় রসুন একটু কম দামে ১০০ টাকা কেজিতে বিক্রি করছি।
দাম কমের কারণে ক্রেতারা ভারতীয় রসুন বেশি কিনছেন। মৌসুম শেষ হওয়ায় যেসব মোকাম থেকে রসুন কিনতাম এখন সেখানে আমদানি কমে গেছে। আগে দিনাজপুর ও নাটোরের রসুনের সরবরাহ ছিল, এখন মোকামে শুধু নাটোরের রসুনের সরবরাহ আছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, বাজারে কেউ কোনো পণ্য মজুদ করে বাড়তি দামে বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে। ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বা কারাদণ্ড দেওয়া হবে।
এএজেড
