'আওয়ামী লীগের শান্তি সমাবেশ অব্যাহত থাকবে'

রংপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, বিএনপি যেখানেই সমাবেশ করে অশান্তি সৃষ্টির চেষ্টা করবে সেখানেই আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। আমাদের শান্তি সমাবেশ সারাদেশে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে পর্যন্ত অব্যাহত থাকবে।
তিনি বলেন, বিএনপি যখনই কোন কর্মসূচি ঘোষণা করে তখন দেশের মানুষ আতংকিত হয়ে যায়। কারণ তারা ২০১৪ এবং ২০১৮ সালে নির্বাচনের আগ মহুর্তে তারা যে কর্মসূচির নামে জ্বালাও পোড়াও আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যাসহ অসংখ্য সহিংস ঘটনা ঘটিয়েছে। সে কারণে আমরা অত্যান্ত সজাগ এবং সচেতন ভাবে বিএনপি যখন কোন কর্মসূচি দেয় তখনই আমরা শান্তি সমাবেশ করে জনগনের পার্শ্বে সাহস জোগাই শক্তি জোগাই। কারন আওয়ামী লীগের নেতা কর্মীরা যখন মাঠে থাকে বিএনপি তখন অপকর্ম করলে হিসেব করে করবে। তারা অতীতে পেয়ে গেছে কিন্তু আগামীতে তাদের সে সুযোগ দেওয়া হবেনা।
তিনি বলেন ডিসেম্বর থেকে প্রতিদিন আমাদের কর্মসূচি শুরু হয়েছে যা আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান তিনি। নগরীর শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে।
রংপুর নগরীতে একই সময়ে বিএনপি বিভাগীয় সমাবেশ করেছে অন্যদিকে মাত্র পৌনে এক কিলোমিটার দুরে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। দুটি সমাবেশেই বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটেছে।
আজ শনিবার দুপুর ৩ টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত বিএনপি বিভাগীয় সমাবেশ করেছে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে আর আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে শহীদ মিনার চত্বরে।
মির্জা আজম এমপি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, আজ তারা রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে আমরাও শান্তি সমাবেশ করছি। সমাবেশে বিএনপি নেতারা অনেক বড় বড় কথা আর হাম্বি তাম্বি করেছে কিন্তু ১০ ডিসেম্বর বিএনপি কি ঘোষনা দিয়েছিলো ১১ তারিখে নাকি তাদের নেতা তারেক রহমান দেশে আসবে বঙ্গভবনে গিয়ে ক্ষমতায় বসবে। কিন্তু তাদের ঘোষনা ছিলো আষাঢ়ে গল্প তার প্রমান মিলেছে নয়া পল্টনের সামনে সমাবেশ করতে না পেরে গরুর হাটে সমাবেশ করেছে।
সমাবেশে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের শিখরে তুলে এনেছেন আর তারা পেছনে দিকে ফিরে ফিরে যাওয়ার জন্য টেক ব্যাকের কথা বলে। জনগন বিএনপির দুর্নিতী দুঃশাসন দেখেছে তাদের কথা জনগন বিশ্বাসও করেনা পাত্তাও দেয়না।
রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক সাদাকাত হোসেন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি,মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডা, দেলোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক আবুল কাশেম, মাজেদ আলী বাবুল, জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম এ্যাড ভোকেট, সাবেক জেলা সভাপতি মমতাজ উদ্দিন মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি শাফিয়ার রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এএজেড
