গাইবান্ধা জেলা জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ২

গাইবান্ধা জেলা জামায়াতের আমিরসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাইবান্ধা সদর থানার লক্ষীপুর ইউনিয়নের মৃত নছির উদ্দিনের ছেলে ও জেলা জামায়াতের আমির আব্দুল করিম এবং বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়ার আব্দুল মতিনের ছেলে ও বল্লমঝাড় ইউনিয়ন জামায়াতের সভাপতি মো.মাহাবুব।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান এসব তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে জেলা জামায়াতের আমির আব্দুল করিম এবং বল্লমঝাড় ইউনিয়ন জামায়াতের সভাপতি মো.মাহাবুবকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে।
এসজি
