ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টির হাফিজ বিজয়ী

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী ও দলটির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন। তিনি ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
হাফিজ উদ্দিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় একতারা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট এবং ১৪ দলের শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী পেয়েছেন ১১ হাজার ৩৫৬ ভোট।
বুধবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভোট গণনা শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম মাহাতাব উদ্দিন।
এদিন সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শূন্য আসনটিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার ২টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন। এই আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ১২৮টি। এই আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৭৪১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২১০ জন এবং নারী ১ লাখ ৫৯ হাজার ৫৩১ জন।
এসজি
