রমেক ও কারাগারের সড়ক বাসের দখলে, ভোগান্তিতে মানুষ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক সংলগ্ন রংপুর দিনাজপুর মহাসড়কে অবৈধভাবে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। সড়ক জুড়ে বাস দাঁড়িয়ে থাকায় সেখানে সব সময়ই যানজট হচ্ছে। সাধারণ মানুষ ও হাসপাতালের রোগীদের ভোগান্তিতে পড়ছে। জনগুরুত্বপূর্ন দুটিস্থানের ফটক থেকে এক কিলোমিটারে মধ্যেই রংপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ড।
সরেজমিনে দেখা যায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ও কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে অগোছালো ভাবে বাস দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী জেলার উদ্দেশে চলাচলকারী যাত্রীবাহী বাস এখানে থামছে। একটার পর একটা বাস সড়কের এক পাশ দখল করে দাঁড়িয়ে থাকায় যানজট হচ্ছে। এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্সও যানযটে আটকা পড়ে ভোগান্তিতে পড়ছে সাধারন মানুষ।
রংপুর থেকে প্রতিদিন নীলফামারী যাতায়াত করেন সরকারী কর্মচারী মোঃ সুলতান হোসেন তিনি বলেন, বাসস্ট্যান্ডে না গিয়ে মেডিকেল মোড়ে বাসে ওঠেন। খুব সহজে মেডিকেল মোড়ে বাস পাওয়া যায়, তাই এখান থেকেই ওঠেন। এ ছাড়া মেডিকেল মোড়ে অনেক রুটের বাস দাঁড়িয়ে থাকে এটিও একটি সুবিধা।
কয়েকটি পরিবহনের সুপারভাইজার নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাস ছাড়ার নির্দিষ্ট সময়ে বাসস্ট্যান্ডে যাত্রী কম পাওয়া যায়। আর মেডিকেল মোড়ে যাত্রীদের বাস ধরতে সুবিধা হয় বলে এখানে বাসগুলো দাঁড়িয়ে যাএী তোলা হয়।
নগরীর স্থানীয় ব্যক্তিরা বলেন, মেডিকেল মোড়ে আগে বাসস্ট্যান্ড ছিল। উচ্ছেদ করা হয় ওই স্থান থেকে প্রায় ২০০ গজ দূরে হাসপাতালের প্রধান ফটক ও কেন্দ্রীয় কারাগারের সামনে বাস যাএীর অপেক্ষায় দাঁড়াচ্ছে। এই মহাসড়কের পাশে লাগোয়া দুটি বড় শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন সড়কে শত শত রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করে।
নগরীর মেডিকেল মোড়ের বাসিন্দা ডাঃ শ্যামল সরকার বলেন, বহু বছর থেকে এই মেডিকেল মোড়ে অবৈধ বাসস্ট্যান্ড ছিল। দুই বছর আগে সেটি উচ্ছেদ করেছিল প্রশাসন। মেডিকেল মোড়ের পাশে শতাধিক ওষুধের দোকান আছে। আছে খাবারের দোকান এবং শতাধিক বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার।
রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম বলেন, মেডিকেল মোড়ের বাসস্ট্যান্ড নেই যাত্রী ওঠানামা করতে গেলে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে যেতে হবে। কোনো বাসের চালক এটি করে থাকলে দায় চালকের।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর মহানগর কমিটির সাধারন সম্পাদক মোঃ আকবর হোসেন বলেন,সরকার ৩১ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করেছো। সেখান থেকে বাসে যাত্রী ওঠানামা খুব কম হয়। কেন্দ্রীয় কারাগার ও মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে চলে যাত্রী নিতে বাসের প্রতিযোগিতা।
রংপুর মহানগর ট্রাফিক পুলিশের(ডিসি) মেনহাজুল আলম বলেন, এব্যাপারে সিটিকর্পোরেশন সড়কটি প্রসস্ত করলে কোন সমস্যা থাকেনা। ২০২০ সালে মেডিকেল মোড়ের অবৈধ বাসস্ট্যান্ডটি উচ্ছেদ করা হয়েছে। এখন নতুন করে কেন্দ্রীয় কারাগারের সামনে রংপুর দিনাজপুর মহাসড়কে বাস দাঁড়িয়ে যাএীদের ওঠানামা করে।মহানগর পুলিশ এব্যাপারে অভিযান চালাবেন।
এএজেড
