নেশাজাতীয় ইনজেকশনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে উপজেলার পান্থাপাড়া আলু স্টোরের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার উত্তর মুরাদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সুমন মিয়া (২৮) ও তার স্ত্রী আঁখি বেগম (২১)।
পুলিশ জানায়, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার পান্থাপাড়া আলু স্টোরের সামনে বগুড়াগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ১৫০০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন এ্যাম্পুলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এসজি
