রংপুরে বাসচাপায় নারী নিহত

ফাইল ছবি
রংপুর নগরীর মেডিকেল মোড়ে বিআরটিসি বাসচাপায় লিপী রানী (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রংপুর নগরীর কেল্লাবন্দ যুগীটারী এলাকার মন্টু সরকার শুক্রবার বিকালে মোটরসাইকেলে করে তার ১২ বছরের ছেলে ও স্ত্রী লিপী রানীকে রংপুর নগরীতে কেনাকাটার জন্য নিয়ে আসছিলেন। এসময় মেডিকেল মোড় এলাকায় ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বিআরটিসি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই লিপী রানীর মৃত্যু হয়। এসময় আহত হন মন্টু সরকার। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
নগরীর ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি আটক করেছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন।
এসজি
