জরিমানা নিয়ে দুই ইটভাটা বন্ধ করল প্রশাসন

গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ দুইটি ইটভাটা বন্ধসহ ১১ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জেলাট পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের নারায়নপুর গ্রামের এমএসএ ও সাবদিন ভগবতীপুর গ্রামের এসএসবি ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়।
এর মধ্যে শরিফুল ইসলামের মালিকানাধীন এমএসএ ব্রিকসকে ৬ লাখ টাকা ও জিল্লুর রহমান সেলিম মিয়ার মালিকানাধীন এসএসবি ৫ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্বদেন পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ। সঙ্গে ছিলেন, রংপুর পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট হাসান ই মোবারক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম ফয়েজ বলেন, ইটভাটা দুটির এক কিলোমিটারের মধ্যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান আছে। এছাড়া তাদের বৈধ কোন কাগজপত্র নাই। সে কারণে জরিমানাসহ কার্যক্রম বন্ধে উভয় প্রতিষ্ঠানের মুচলেকা নেওয়া হয়েছে। পশাপাশি পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়।
এএজেড
