কুড়িগ্রামে আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আগুনে দগ্ধ হয়ে ছপিয়া খাতুন (৩৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত দেড়টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে ওই নারীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের পরিবার জানায়, গত রবিবার (২২ জানুয়ারি) ওই গৃহবধূ ভাত রান্না করার সময় চুলার পেছনে মসলা বাটার কাজ করছিলেন। এ সময় তার অজান্তে শাড়ির আঁচলে আগুন ধরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এতে তার শরীরের বিশেষ করে পিঠ থেকে পায়ের নিচ পর্যন্ত মারাত্মক দগ্ধ হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। তবে অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার রাতে সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ভাটা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করার পরামর্শ দেন। কিন্তু আর্থিক সংকট থাকায় তাকে নিয়ে যেতে পারেননি। পরে বুধবার গভীর রাতে মারা যান তিন। পরে তার লাশ রংপুর কোতোয়ালী থানার হেফাজতে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশের তদন্ত শেষে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফুল আলম সোহেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান জানান, এ ব্যাপার রংপুর কোতয়ালি থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
এসআইএইচ
