রসিক নির্বাচনে নিজ কেন্দ্রে হেরে গেলেন নৌকা প্রার্থী

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নিজ বাড়ির ১০০ গজ দূরত্বে থাকা কেন্দ্রেই পরাজিত হলেন নৌকার মনোনীত প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। কেন্দ্রটিতে তিনি ভোট পেয়েছেন মাত্র ৯২টি। এ কেন্দ্রেই নিজের ভোট দিয়েছিলেন হোসনে আরা লুৎফা ডালিয়া।
কেন্দ্রটিতে ১৬৬টি ভোটে লাঙ্গল প্রতীক নিয়ে জয়লাভ করে মোস্তাফিজার রহমান মোস্তফা। ১৪৪টি ভোট পেয়েছেন হাতী প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন। রংপুর জেলা নির্বাচন কর্মকর্তা আফতাব হোসেন এ এ তথ্য নিশ্চিত করেছেন।
সর্বশেষ ১৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে লাঙ্গল প্রতীকে ৮ হাজার ৭০১ ভোট, হাতি ৩ হাজার ৩২০ ভোট, নৌকা এক হাজার ৮৯০ ভোট পেয়েছে। এ রিপোর্ট লেখাকালীন সময় পর্যন্ত (রাত সাড়ে ৭টা) ২৩টি কেন্দ্রের ভোট গ্রহণ চলছে।
এএজেড
