ভোট দিতে এসে ইভিএম বিড়ম্বনায় জাপার মেয়র প্রার্থী
রংপর সিটি করপোরেশন নিবাচনের ভোট দিতে এসে ইভিএম জটিলতায় পড়েছেন জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। অবশ্য কিছুক্ষণ পরে মেশিন সচল হলে ভোট দেন তিনি।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন জাপার মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। ভোটকেন্দ্রে আসার পর ইভিএম জটিলতায় প্রথমে ভোট দিতে পারেননি তিনি। আধা ঘন্টা পরে ভোট দিয়ে কেন্দ্রের বাইরে এসে ইভিএম নিয়ে ক্ষোভ জানান তিনি।
এ সময় সাংবাদিকদের মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ভোট দিতে এসে আমি নিজেই ভোট দিতে পারলাম না। এভাবে ত্রুটি থাকলে ভোটগ্রহণ বিলম্ব হচ্ছে। এ রকম হলে ভোট প্রশ্নবিদ্ধ হবে। আমরা নির্বাচন কমিশনকে আগে থেকেই ইভিএম চেক করতে বারবার তাগিদ দিয়েছি কিন্তু আজ এই যে ত্রুটিগুলো সামনে আসছে।
বিজয় সুনিশ্চিত জানিয়ে তিনি বলেন, সকল প্রার্থী যত ভোট পাবে তার চাইতে আমি বেশি ভোট পাবো কিন্ত ইভিএমে এমন ত্রুটি হলে ভোটের ব্যবধান কমবে।
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনকে ঘিরে আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে আটটা থেকে নগরীর ২২৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
জানা গেছে, রসিক নির্বাচনে মেয়র পদে ৯ জন এবং ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন ও ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসআইএইচ