রসিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু

ছবি: সংগৃহীত
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে আটটা থেকে নগরীর ২২৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
জানা গেছে, রসিক নির্বাচনে মেয়র পদে ৯ জন এবং ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন ও ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে নির্বাচন বিধি মোতাবেক রবিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টায় প্রার্থীদের নির্বাচনের প্রচারণা শেষ হয়।
এ ব্যাপারে ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কেন্দ্রে কেন্দ্রে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রতি সাধারণ কেন্দ্রে ১৫ জনের এবং ৮৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে মোতায়েন করা হয়েছে ১৬ জনের ফোর্স।
এসআইএইচ
