পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে
দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। সেইসঙ্গে কমছে তাপমাত্রাও। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৩ থেকে ১০ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেতুঁলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । এর আগে সকাল ৬টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়।
এদিকে শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঘন কুয়াশায় ঢেকে যায় রাস্তাঘাট। অন্য দিনের তুলনায় এদিন রাতে কুয়াশার পরিমাণ বেশি ছিল। রাতভর বৃষ্টির মতো ঝড়ে কুয়াশা। তবে শনিবার সকাল থেকে রাস্তাঘাটসহ চারদিকে ঘন কুয়াশা কেটে হালকা কুয়াশা বিরাজ করে। কুয়াশার কারণে ভোর থেকে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো।
অপরদিকে কুয়াশার মধ্যে কাজে যেতে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষজন। তবে এদিন দ্রুতই দেখা মেলে সূর্যের। বেলা বাড়ার সাথে সঙ্গে সূর্যের তাপ বাড়তে থাকায় জনেমনে স্বস্তি মেলে।
বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের নলেহাপাড়া এলাকার কৌশল চন্দ্র রায় (৫৫) বলেন, গত কয়েক দিন ধরে পঞ্চগড়ে খুবই শীত। ঘন কুয়াশা চারিদিকে। শীতের কারণে বাইরে বের হতে কষ্ট হয়। সময়মত ব্যবসায়ীক কাজে যেতে পারি না। খু্বই সমস্যা হয় শীতে।
চলতি মাসের শেষে শীতের তীব্রতা আরো বেড়ে শৈত প্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছেন তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
এসআইএইচ