রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

তৃণমূলের রাজনীতি: ঠাকুরগাঁও-৪

একযুগ ধরে জামায়াতের অফিস সীলগালা!

ঠাকুরগাঁওয়ে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের রাজনীতিতে নিজ নিজ ঘর গোছাতে ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক দলগুলো। জেলা আওয়ামী লীগ ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা সম্মেলন প্রায় শেষের দিকে। জেলার তিনটি আসনেই এবার দখলে রাখতে চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

পাশাপাশি দেড়যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপিও তাদের শক্তির মহড়া দিতে ওয়ার্ড, উপজেলা ও জেলা সম্মেলন করছে। হামলা-মামলা যতই হোক নেতা-কর্মীরা রাজপথে নতুন উদ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তৃতীয় শক্তি হিসেবে জাতীয় পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশও তাদের শক্তির জানান দিতে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে।

চতুর্থ পর্ব
ঠাকুরগাঁও জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোহাম্মদ আলমগীর বলেছেন, বর্তমানে দেশের প্রেক্ষাপট ভয়াবহের দিকে এগুচ্ছে। গ্যাস বিদ্যুৎ, জ্বালানি তেলসহ দ্রব্যমুল্যর উর্দ্ধগতিতে দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বাজারে গিয়ে তারা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে না। প্রশাসনের দমন-নিপীড়নের কারণে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছি না।

জামায়াতে ইসলাম যাতে কোন রাজনীতি কর্মসূচি করতে না পারে সে জন্য ১২/১৩ বছরে ধরে সরকার আমাদের নেতাকর্মীদের উপর জুলুম, নির্যাতন, হামলা-মামলা দিয়ে কোনঠাসা করে রেখেছে। আমাদের দলীয় কার্যালয় দীর্ঘ দিন ধরে বন্ধ। অফিসে প্রবেশ করতে পারি না। প্রশাসন সীলগালা করে রেখেছে। আমরা যদি কোথাও কোন বৈঠক করি সরকার উৎখাত ও নাশকতার মামালা দিয়ে গ্রেপ্তার করছে পুলিশ। ঢাকাপ্রকাশ এর সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: তৃণমূলের রাজনীতি: ঠাকুরগাঁও - ১
নির্বাচন সামনে রেখে সাজানো হয়েছে নতুন কমিটি

তিনি আরও বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এর পর ২০১৪ সালে আমরা কেউ ভোট দিতে পারেনি। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুরোপুরী ভাবে সরকার খর্ব করেছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে না কেউ। এর পরে ২০১৮ সালে আরো ভয়াবহ ভোট ডাকাতি। যেটা দিনের ভোট রাতেই হয়ে গেল।

জোরপূর্বক ভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। জামায়াতে ইসলামের পক্ষে থেকে সরকারের কাছে আবেদন অবিলম্বে দেশের মানুষের সুখ-শান্তির জন্য দ্রব্যমুল্যর বাজার নিয়ন্ত্রন করুন। বিরোধীদলের উপর যে জুলুম-নির্যাতন, মিথ্যা মামলা ও হামলা করছেন তা বন্ধ করুন।

জামায়াতের এই নেতা বলেন, জামায়াতে ইসলাম একটি প্রাচীন রাজনৈতিক সংগঠন। আমরা এ দেশের তৃতীয়বৃহত্ত শক্তি মনে করি। আমাদের উপর যে জুলুম- নির্যাতন চলছে, আমরা মনে করি একটি আদর্শবাদী দলকে এভাবে জুলুম-নির্যাতন করে কখনো স্তব্ধ করে রাখা যাবে না। আমরা তৃণমূল পর্যায়ে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত আগের চেয়ে কয়েক গুন শক্তিশালী হয়েছি। যখনেই ডাক পড়বে তখনেই কর্মীরা মনোবল শক্ত করে মাঠে নেমে পড়বে।

আরও পড়ুন: তৃণমূলের রাজনীতি: ঠাকুরগাঁও-২
'বিএনপি আগের চেয়ে এখন অনেক শক্তিশালী'

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জামায়াতে ইসলাম নির্বাচনে অংশগ্রহণ করবে না। সরকার দেশের শীর্ষ আলেমদের বিনা অপরাধে জেলখানায় রেখেছে। আলেমরা জেলাখানায় ধুকেধুকে জীবন-যাপন করছে। কয়েকদিন আগে আমাদের আমীরে জামায়াতকে গ্রেপ্তার করে মিথ্যা মামালা দিয়ে জেলে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলাম অংশগ্রহণ করবে। ঠাকুরগাঁও তিন আসনেই ইতোমধ্যে প্রার্থী বাছাই করেছি এবং ঘোষণা করেছি। নির্বাচনকে সামনে রেখে উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড ও ভোট কেন্দ্র পর্যন্ত আমরা কমিটি গঠণ করেছি।

সাধারণ মানুষের কাছ থেকে আমরা ব্যপক সাড়া পাচ্ছি। আশা করছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তিনটি আসনেই প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে যার প্রমাণ হলো আমি নিজেই ২০১৪ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলাম।

জনগনের ব্যপক সাড়া পেয়েছি এবং সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলাম। পাঁচ বছর সফলতার সঙ্গে উপজেলার দায়িত্ব পালন করেছি। এই জন্য মানুষের মাঝে আমাদের আগ্রহ বেশি। নির্বাচনের প্রস্তুতি নিয়ে যদি আমরা মাঠে নামি কেউ ঠেকাতে পারবে না।

অন্যদিকে, ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যদি নিরপেক্ষ ও সুষ্ঠু হয় তাহলে জেলার তিনটি আসনেই চমক দেখাবে জামায়াত। জেলার প্রত্যেকটি ইউনিট আমাদের শক্তিশালী। সংসদ নির্বাচনের আগে আমাদের দল পুরো প্রস্তুত থাকবে। কোন কোন্দল নেই আমাদের মাঝে। নেতা-কর্মীরা নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল।

আরও পড়ুন: তৃণমূলের রাজনীতি: ঠাকুরগাঁও-৩
দলীয় কার্যালয়ে তালা, নেই সন্ধ্যা বাতি দেওয়ার কেউ

অপদিকে, জেলা জামায়াতে ইসলামীর কার্যনির্বাহী সদস্য মাওলানা ফজলে রাব্বী বলেছেন, তৃণমূলের নেতা-কর্মীদের উপর সরকার অনেক জুলুম নির্যাতন করেছে। বিনা অপরাধে আমাদের নেতাদের জেলে আটকে রেখেছে। দ্রব্যমুল্যর উর্দ্ধগতিতে জনগন নাভিঃশ্বাস। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে সরকার।

জামায়াতে ইসলামের পক্ষে থেকে সরকারের কাছে আবেদন অবিলম্বে দেশের মানুষের সুখ-শান্তির জন্য দ্রব্যমুল্যর বাজার নিয়ন্ত্রন করুন। বিরোধীদলের উপর যে জুলুম-নির্যাতন, মিথ্যা মামলা ও হামলা দিচ্ছেন তা বন্ধ করুন। জামায়াতের প্রতিটি ইউনিট অত্যন্ত সুসংগঠিত। আগামী নির্বাচন সুষ্ঠু হলে জামায়াত বিপুল ভোটে জয়লাভ করবে।

জামায়াতে ইসলামের তৃণমূলের রাজনীতি নিয়ে সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধি সঙ্গে কথা হলে তিনারা ঢাকাপ্রকাশ-কে জানান, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নানামুখী কৌশল অবলম্বন ও তৎপরতা চালাচ্ছে জামায়াত। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দলটির পুরোনো অধিকাংশ নেতার ফাঁসি কার্যকর হয়েছে।

এরপর জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। নিবন্ধন বাতিলের পর ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিছু আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জামায়াতে নেতারা। আগামী দ্বাদশ নির্বাচনে নিজস্ব দলীয় প্রতীকে অংশ নিতে এরই মধ্যে জামায়াত দেশের যেসব এলাকায় তাদের সাংগঠনিক অবস্থান মজবুত এবং অতীতে নির্বাচন করেছে, সেসব এলাকায় প্রার্থী চূড়ান্ত ও ঘোষণা করেছে এসব প্রার্থী নিজ নিজ এলাকায় গিয়ে নানাভাবে নির্বাচন কেন্দ্রিক প্রচার চালাচ্ছেন।

আর পেশাজীবী সংগঠনের নেতা বলছেন, তৃণমূলের রাজনীতিতে জুলুম-নির্যাতন ও হামলা-মামলার মধ্যেও জামায়াত অনেকটা শক্তিশালী হয়েছে। তাদের কার্যক্রম এখন চোখে পড়ছে। ঠাকুরগাঁও পৌর-শহরের সরকার পাড়াস্থ নিজস্ব দলীয় কার্যালয়টি প্রায় একযুক ধরে তালাবন্ধ রয়েছে। এক ভূতুরের ঘর হিসেবে ঝাঁর-জঙ্গল অবস্থায় পড়ে আছে। তবে জামায়াতে ইসলামী সব থেকে ভালো অবস্থায় আছে। প্রকাশ্যে তারা নীরব। কিন্তু ভেতরে ভেতরে ঘর গোছানোর কাজ তারা করছে অতি বিচক্ষণতার সঙ্গে।

তাদের আর্থিক মেরুদণ্ড অত্যন্ত শক্তিশালী। তারা সুসংগঠিত, সুশৃঙ্খল। তাদের শীর্ষনেতারা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হয়ে ফাঁসির দড়িতে ঝুলেছেন। কয়েকজন কারাগারে আছেন। যারা বাইরে আছেন তারাও গ্রেপ্তার আতঙ্কেই আছেন। রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে। এতো কিছুর পরও জামায়াত আছে, থাকবে। তাদের হালকা ভাবে নেওয়া যাবে না।
এএজেড

Header Ad

বাংলাদেশ-বেল‌জিয়ামের রাজনৈতিক সংলাপ আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিতীয় রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে আজ। এতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক নানা দিক নিয়ে আলোচনা করা হবে।

রোববার (২৪ ন‌ভেম্বর) রাষ্ট্রীয় অতি‌থি ভবন পদ্মায় বাংলাদেশ-বেল‌জিয়ামের মধ্যে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

এতে বাংলা‌দে‌শের প‌ক্ষে অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম ও বেলজিয়াম সরকারের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিকবিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত জেরোএন কুরম্যান নেতৃত্ব দে‌বেন।

এরইমধ্যে আজ ভোরে কুরম্যান তার প্রতি‌নি‌ধিদল নিয়ে ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে।

এর আগে, বৃহস্প‌তিবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মো. তৌফিক হাসান জানান, সংলাপে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি ইইউ-বাংলাদেশ সম্পর্ক এবং বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে।

Header Ad

রাজধানীতে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭

ফাইল ছবি

রাজধানীর মিরপুরের একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নারী-শিশুসহ সাত জন দগ্ধ হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধরা হলেন—আব্দুল খলিল (৪০), মোছাম্মদ রুমা আক্তার (৩২), আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (৪), স্বপ্না (২৫) ও শাহ্জাহান (৩৪)।

তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান গণমাধ্যমকে বলেন, মিরপুর থেকে আসা দগ্ধ সাত জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আব্দুল খলিলের শরীরের ৯৫ শতাংশ, আব্দুল্লাহর ৩৮ শতাংশ এবং মোহাম্মদের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।

Header Ad

জোড়া উইকেট হারিয়ে দিন শেষ করলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অ্যান্টিগা টেস্টের শুরুতে নতুন বলে কিছুটা রয়ে-সয়ে দেখে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনাররা। তবে সময় গড়ানোর সাথে সাথে ঠিকই রানের গতি বাড়ান ক্যারিবিয়ানরা। প্রথম দিনে ৫ উইকেটে ২৫০ রান সংগ্রহ করে দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিবিয়ান শিবিরে জোড়া আঘাত হানেন হাসান মাহমুদ। পরবর্তীতে তাদের সর্বোচ্চ রানের জুটিটা এসেছে অষ্টম উইকেটে। টেল-এন্ডার কেমার রোচকে সঙ্গে নিয়ে সেঞ্চুরি করা জাস্টিন গ্রিভস ১৪১ রানের জুটি গড়েন। এরপর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ সুবিধা করতে পারেনি। চিরাচরিত ধারায় ২১ রানেই হারিয়েছে ২ উইকেট!

স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে দিনের ২০ ওভারেরও বেশি সময় বাকি থাকতে ইনিংস ঘোষণা করে স্বাগতিক ক্যারিবীয়রা। তার আগে ৯ উইকেটে তাদের সংগ্রহ ৪৫০ রান। আগেরদিনই নিজেদের চারশ রানের লক্ষ্য জানিয়েছিলেন উইন্ডিজ ব্যাটার মিকাইল লুইস। এমনকি নিজের সেঞ্চুরির আক্ষেপও অন্য কেউ ঘোচাবেন, এমন বিশ্বাসই ছিল তার। দুটিই ঘটেছে গ্রিভসের কল্যাণে। দলীয় পুঁজি সাড়ে চারশ করে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা এই ডানহাতি ব্যাটার অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

বিপরীতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনারই ফিরেছেন মাত্র ২১ রানে। ইনিংসের দশম ওভারে জেইডেন সিলসের বলে জাকির হাসান ১৫ রান করে বোল্ড হয়ে যান। অফ স্টাম্পের ওপর দিয়ে যেতে থাকা বলে ব্যাট চালিয়ে এডজ হয়ে মিডল ও লেগ স্টাম্প হারান এই বাঁ-হাতি ব্যাটার। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি, আলজারি জোসেফের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন ৫ রান করে।

দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে ১৯ রানের জুটি গড়ে অপরাজিত থেকে দিন শেষ করেছেন মুমিনুল হক (৭) ও শাহাদাত হোসেন (১০)। ফলে ক্যারিবীয়দের চেয়ে সফরকারীরা এখনও ৪১০ রানে পিছিয়ে আছে। তৃতীয় দিন উইন্ডিজদের দেখানো পথেই বড় জুটি গড়তে হবে টাইগারদের। দুটি টেস্ট এবং টানা চতুর্থ সিরিজ হারের পর এটাই যে মেহেদী হাসান মিরাজদের ঘুরে দাঁড়ানোর ক্যারিবীয় সফর!

এর আগে ৫ উইকেটে ২৫০ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ কাল টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ১১ রান যোগ করতেই হারিয়ে ফেলেছিল আরও ২ উইকেট। এরপরের গল্পটা স্বাগতিকদের দাপটের। বাংলাদেশকে হতাশ করে ওয়েস্ট ইন্ডিজ স্কোরবোর্ড ক্রমাগত শক্তিশালী করেছে। গ্রিভস ও রোচের ১৪০ রানের রেকর্ড অষ্টম উইকেট জুটিই মূলত ভুগিয়েছে বাংলাদেশকে। ক্যারিয়ার সর্বোচ্চ ৪৭ রান করে হাসান মাহমুদের শিকার হয়েছেন কেমার রোচ।

অন্যদিকে মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করার পর ১১৫ রানে অপরাজিত ছিলেন গ্রিভস। বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ সর্বোচ্চ তিনটি এবং তাসকিন আহমেদ ও মিরাজ দুটি করে উইকেট শিকার করেছেন। হাসান দুই উইকেটের কল্যাণে ইতিহাসে নাম লিখিয়েছেন। এক ক্যালেন্ডার বছরে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন এই ডানহাতি বোলার। চলতি বছরেই টেস্টে অভিষেক হওয়ার পর ক্যারিয়ারের ৮ম ম্যাচে এসে পেয়েছেন ২৫তম উইকেট।

Header Ad

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ-বেল‌জিয়ামের রাজনৈতিক সংলাপ আজ
রাজধানীতে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭
জোড়া উইকেট হারিয়ে দিন শেষ করলো বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই
এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ
আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই : উপদেষ্টা নাহিদ
দুই দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস
নির্বাচনের ফাঁকা মাঠ ভেবে খুশি হচ্ছেন, সাবধান হন : তারেক রহমান
গোপনে দুইজনকে বিয়ে, কাউকেই অধিকার বঞ্চিত করেননি জান্নাতুল
শহীদ আব্দুল্লাহর বাড়িতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন
বিরামপুরে আদিবাসী নারীর লাশ উদ্ধার
বিএনপির কাঁধে অনেক দ্বায়িত্ব: তারেক রহমান
'জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত'- তোফায়েল আহমেদ
৩ মাসে জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : জ্বালানি উপদেষ্টা
জুটি বাধলেন মিঠুন চক্রবর্তী-আফসানা মিমি
দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই : তারেক রহমান
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা
অক্টোবরে সড়কে প্রাণ গেছে ৪৭৫ জনের
গায়ানায় দলের সঙ্গে যোগ দিলেন সাকিব