গাইবান্ধায় দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে ইয়ার আলী (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের মৌসুমী পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক হেলপার ইয়ার আলী টাঙ্গাইলের কালিহাতি উপজেলার কদমতলা গ্রামের মৃত জামাল উদ্দীনের ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, মৌসুমী পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে দিনাজপুর থেকে আসা আলুবাহী অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে আলুবাহী ট্রাকের হেলপার ইয়ার আলী দুই ট্রাকের চাপায় আটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
গোবিন্দগগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআইএইচ
