কর্মস্থলে যাওয়ার পথে ট্রাক্টরে প্রাণ গেল স্বামীর, স্ত্রী আহত
নীলফামারী সদর উপজেলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে তারেক রহমান নামে এক ইপিজেড শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী মাহমুদা আক্তার। বৃহস্পতিবার (২২ডিসেম্বর) সকাল ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের শিমুলতলী কাজীরহাট সংলগ্ন শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারেক রহমান সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি নতুন হাট ডাঙ্গাপাড়া গ্রামের জমিল উদ্দিনের ছেলে। তিনি সনিক প্রা. লিমিটেড কোম্পানিতে কর্মরত ছিলেন। তার স্ত্রী মাহমুদা আক্তারও একই কারখানায় কাজ করতেন। বর্তমানে তিনি গুরতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানায়, সকালে স্বামী-স্ত্রী দুজন মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে কারখানার উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে
মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তারেক নিহতে এবং তার স্ত্রী মাহমুদা আহত হন। এ সময় স্থানীয়রা মাহমুদাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহত তারেকের মরদেহ উদ্ধার করে।
সড়ক দুর্ঘটনায় ইপিজে শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম। তিনি বলেন, সকালে প্রচুর কুয়াশা ছিল। এ কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ বলেন, নিহত শ্রমিকের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক ও ট্রাক্টরটি আটকের চেষ্টা চলছে।
এসআইএইচ